Breaking

Post Top Ad

Your Ad Spot

সোমবার, ২১ জুলাই, ২০২৫

'লাবুবু'‌ পুতুল কি? ‌এর মধ্যে লুকিয়ে রয়েছে কোন রহস্য?

 ‌

Labubu-doll

সমকালীন প্রতিবেদন : লাবুবু পুতুলের ভেতর লুকিয়ে রয়েছে কোন রহস্য? মিষ্টি নয়, কিনলে হতে পারে বিপদ! কেন হাজার হাজার টাকা দিয়ে মানুষ এই লাবুবু পুতুল কেনার পেছনে ছুটছেন? বাড়িতে এই পুতুল রাখলে কি কি ঘটতে থাকে জানেন? পুরনো ভবিষ্যদ্বাণীই ভাইরাল। ভয়ংকর সব কান্ড! আজকের এই প্রতিবেদন থেকে জানুন আসল ফ্যাক্ট।

সাবধান! লাবুবু নেগেটিভ এনার্জি বয়ে নিয়ে আনতে পারে আপনার বাড়িতে‌। পুতুল-পুতুল গড়ন হলেও লাবুবুর মধ্যে সেই মিষ্টি ভাবটা নেই। পুতুলটার গড়ন কিছুটা ‘কিম্ভূত’। বড় বড় চোখ, খরগোশের মতো কান এবং তীক্ষ্ণ হাসিমুখের ‘লাবুবু’ পুতুলে মন মজেছে মূলত ‘জেন জি’দের। হাজার হাজার টাকা খরচ করেও সেই পুতুল কিনে ফেলছেন অনেকে। বর্তমানে ট্রেন্ডে রয়েছে এই পুতুল। ‘লাবুবু’ কালেকশনে রাখার ইচ্ছাও প্রকাশ করেছেন অনেক মানুষ, অনেক নেটিজেন। 

কিন্তু এই পুতুল যে ভয়ানক, তার ভবিষ্যদ্বাণী অলরেডি করে ফেলেছিল জনপ্রিয় এক কার্টুন শো। বাড়িতে সেই পুতুল রাখলে নাকি মহাবিপদ। আসলে বহু বছর আগে আমেরিকার ‘দ্য সিম্পসন্স’ কার্টুনের একটা পর্বে নাকি এর ভয়াবহতা সম্পর্কে সতর্ক করা হয়েছিল। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে সেই ভিডিও নতুন করে ভাইরাল হয়েছে। যে ভিডিওর সত্যতা যাচাই করেনি ই সমকালীন।

কি দেখানো হয়েছে ওই ভিডিওতে? একটা মূর্তি। বাড়িতে যে মূর্তি আসার পর অবাক হয়ে যান সিম্পসনের স্ত্রী। মূর্তির নীচে লেখা ছিল ‘পাজ়ুজ়ু’। মূর্তির লাল চোখের দিকে তাকিয়ে সম্মোহিত হয়ে যায় সিম্পসন। তার চোখের মণিও লাল হয়ে যায়। ঘরের ভেতরে ঘটতে থাকে অস্বাভাবিক সব কান্ড। অন্ধকার ঘরে মূর্তির চোখ ঠিকরে লাল আলো বেরিয়ে আসতে থাকে। সেখানেই শেষ হয়ে যায় ভিডিয়োটি। এখন প্রশ্ন হল, এই ভিডিওর সঙ্গে লাবুবুর মিল কোথায়? 

পুতুলের নামে ধ্বনিগত সাদৃশ্য লক্ষ করা গেলেও তাদের নাম এবং গড়ন আলাদা। তবুও ‘দ্য সিম্পসন্স’-এ দেখানো পুতুলের সঙ্গে ‘লাবুবু’র তুলনা করছেন নেটাগরিকদের অধিকাংশ। সব থেকে সাংঘাতিক বিষয় হলো, কয়েক দশকের মধ্যে জনপ্রিয়তা অর্জন করতে শুরু করে ওই কার্টুন শো। ‘দ্য সিম্পসন্স’ কার্টুনে এমন অনেক ঘটনা দেখানো হয়েছে, যা পরবর্তীকালে সত্যি বলে প্রমাণিত হয়েছে। লাবুবুর ক্ষেত্রও এমন কিছু হলে? ভয়টা সেখানেই।

কিন্তু যারা এই পুতুল কেনার জন্য পাগল তাঁরা এসব ভাবছেন না। কানও দিচ্ছেন না এসব কথায়। অভিনেতা অভিনেত্রী থেকে তারকা খেলোয়াড় লাবুবু জ্বরে ভুগছেন সকলে। উল্লেখ্য, ভারতে লাবুবুর দাম ১০ হাজার টাকা থেকে শুরু। লিমিটেড এডিশনের দাম লক্ষ টাকা ছাড়িয়ে যাচ্ছে। পুতুলটি তৈরি করেছে চিনা কোম্পানি পপ মার্ট। 

লাবুবু পাওয়া যাচ্ছে ব্লাইন্ড বক্সে। মানে বাক্স খোলার আগে ভেতরে কোন সিরিজের লাবুবু পুতুল আছে, তা থাকছে ক্রেতার অজানা। আর এখানেই এই পুতুল আলাদা করে আগ্রহ বাড়িয়েছে মানুষের। অনেকে তো আবার এটাও বলছেন যে, এই পুতুলগুলো এক ধরনের 'হ্যাপিনেস জেনারেটর'! যা কিনা মানুষকে শুধু আনন্দ দেয়।‌




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন