সমকালীন প্রতিবেদন : ভারত-পাক যুদ্ধের আবহে বন্ধ হয়ে গিয়েছিল আইপিএল। কিন্তু এক সপ্তাহের বিরতি মেনেই এবার আগামী ১৭ মে, শনিবার শুরু হবে টুর্নামেন্ট। ভারত-পাকিস্তান সংঘর্ষ বিরতির পরে কি জানালো ভারতীয় ক্রিকেট বোর্ড? তাহলে কি ২৫ এই ফাইনাল? যখন আইপিএল সাসপেন্ড করা হলো, তখন লিগ পর্যায়ের ১২টা ম্যাচ ছাড়াও প্লে অফ আর ফাইনাল বাকি ছিল।
ফলে সোমবার রাতে আইপিএলের দ্বিতীয় দফার সিডিউল ঘোষণার পরেই ক্রীড়াপ্রেমীদের মুখে মুখে ফিরছে একটাই প্রশ্ন, কবে আর কোথায় হবে সেগুলো? পরিবর্তিত সূচি বলছে, প্রথম কোয়ালিফাইং ম্যাচ হবে ২৯ মে, বৃহস্পতিবার। এলিমিনেটর ৩০ মে, শুক্রবার। দ্বিতীয় কোয়ালিফাইং ম্যাচ ১ জুন, রবিবার। আর ফাইনাল মে মাসে নয়, ডিরেক্ট জুনে। ৩ জুন, মঙ্গলবার।
নতুন সিডিউল অনুযায়ী যে ৬টি ভেন্যুতে সব ম্যাচ হবে দ্বিতীয় দফায়, তার মধ্যে প্রথম ম্যাচে মুখোমুখি হবে আরসিবি ও কেকেআর। হবে বেঙ্গালুরুতে। এছাড়া জয়পুর, দিল্লি, লখনউ, মুম্বই, আমেদাবাদে গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো হবে। সূত্রের খবর, চেন্নাই এবং হায়দ্রাবাদে একটিও ম্যাচ রাখা হয়নি। বেঙ্গালুরুতে দু’টো ম্যাচ রয়েছে।
১৭ মে কেকেআর এবং ২৩ মে হায়দ্রাবাদের বিরুদ্ধে ঘরের মাঠে খেলবে কোহলির আরসিবি। এছাড়া, ১৮ মে জয়পুরে হবে রাজস্থান বনাম পঞ্জাব, ২৪ মে পঞ্জাব বনাম দিল্লি, ২৬ মে পঞ্জাব বনাম মুম্বই ম্যাচ। দিল্লিতে হবে দিল্লি বনাম গুজরাত ১৮ মে, চেন্নাই বনাম রাজস্থান ২০ মে এবং হায়দ্রাবাদ বনাম কলকাতার ২৫ মে।
অন্যদিকে, লখনউয়ে হবে লখনউ বনাম হায়দ্রাবাদ ১৯ মে এবং লখনউ বনাম বেঙ্গালুরু ২৭ মে। আমেদাবাদে হবে গুজরাত বনাম লখনউ ২২ মে এবং ২৫ মে গুজরাত বনাম চেন্নাই। তবে এখানে একটা বিষয় লক্ষ্য করলেই স্পষ্ট বোঝা যাচ্ছে, পরবর্তী ম্যাচগুলোর ক্ষেত্রে গুরুত্ব পেয়েছে শহরগুলোর অবস্থান বা লোকেশন।
হিমাচল প্রদেশের ধরমশালা ও পঞ্জাবের মুল্লানপুর স্টেডিয়ামকে কিন্তু কোনও ম্যাচ দেওয়া হয়নি। আগে শোনা গিয়েছিল কলকাতায় কিছু ম্যাচ দেওয়া হতে পারে। পূর্ব সূচি অনুযায়ী কলকাতায় ফাইনাল হওয়ারও কথা ছিল। কিন্তু তা আর এখন হচ্ছে না।
উল্লেখ্য, সীমান্তে উত্তেজনার মাঝে গত বৃহস্পতিবার ধর্মশালায় দিল্লি বনাম পঞ্জাব ম্যাচ মাঝপথে বন্ধ করে দিতে হয়। ক্রিকেটারদের বিশেষ ট্রেনে ফিরিয়ে আনা হয়। আইপিএল এক সপ্তাহের জন্য বন্ধ করে দেওয়া হয়। এরমধ্যেই সংঘর্ষবিরতি ঘোষণা করে ভারত-পাকিস্তান।
জানা যায়, তার পরেই বোর্ডের সঙ্গে যোগাযোগ করে ১০ দল। তাদের নিয়ে বৈঠকে বসেন বোর্ডকর্তারা। সেখানেই হয় চূড়ান্ত সিদ্ধান্ত। আর বোর্ডের সবুজ সঙ্কেত পেতেই দলের সঙ্গে যোগ দেওয়ার নির্দেশিকাও পৌঁছে গিয়েছে খেলোয়াড়দের কাছে। এবার শুধু দ্বিতীয় দফায় আইপিএল শুরু হওয়ার অপেক্ষা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন