Breaking

Post Top Ad

Your Ad Spot

বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

গরমে নিজের পোষ্যের যত্ন কিভাবে নেবেন?‌

 ‌

Pet-care-in-summer

সমকালীন প্রতিবেদন : প্রবল গরমে আপনার পোষ্যের বিপদ! রাখুন বিশেষ নজরে। এই তীব্র গরমে আপনার পোষ্যকে কি খাওয়ালে শরীর থাকবে একেবারে ঠান্ডা? রোজ রোজ মাংস নয়। কিভাবে যত্ন নিলে শরীর আর মন থাকবে চনমনে? আজকের এই বিশেষ প্রতিবেদন শুধুমাত্র আপনার প্রিয় পোষ্যের জন্য।

এই তীব্র গরমে টেকা মুশকিল। এমনকি নাজেহাল বাড়ির পোষ্যেরাও। তাই এই সময়টাতে ওদের প্রতি বিশেষ যত্নশীল হওয়া প্রয়োজন। খাওয়াদাওয়ার দিকেও বিশেষভাবে নজর দিতে হবে। আমরা যা খাচ্ছি, তা কোনওভাবেই বাড়ির পোষ্য কুকুরকে দেওয়া চলবে না। তাতে ওদের পেটের গোলমাল হতে বাধ্য। পশু চিকিৎসকেরা বলেন, মানুষ আর সারমেয়দের হজমশক্তি সমান নয়। তাই ভুলভাল খেয়ে ফেললে এই গরমে ওদের শরীরেও জলশূন্যতা দেখা দিতে পারে। এমন খাবার তাই পোষ্যকে দিতে হবে যাতে হজমও হয় তাড়াতাড়ি আর ওদের শরীর ঠান্ডাও থাকে। 

আজকের এই আলোচনায় এরকম কতগুলো খাবারের কথা জানাবো, যা আপনার বাড়ির সারমেয়র জন্য খুবই উপকারী হতে পারে এই গ্রীষ্মকালে। তার আগে বলবো, কিভাবে আপনার বাড়ির বিড়াল বা কুকুরের শরীর মন চনমনে রাখবেন। পোষ্যকে অবশ্যই পরিষ্কার রাখুন। নিয়মিত নখ কাটুন। গ্রীষ্মকালে বাড়ির কুকুর বা বিড়ালটিকে সপ্তাহে দু থেকে তিনবার স্নান করান। বাজারে পোষ্যদের জন্য বিশেষ শ্যাম্পু কিনতে পাওয়া যায়, সেটা ব্যবহার করুন। সূর্য ডোবার আগে পর্যন্ত, মানে দিনেরবেলায় বাড়ির পশুদের বেরোতে দেবেন না বাইরে। 

গরমের দিনে শরীরে ডিহাইড্রেশনের সমস্যা হতে পারে, মানে জলের ঘাটতি হতে পারে আপনার পোষ্যের।‌ তাই গ্রীষ্মকালে ওরা ঠিকমত পানীয় জল খাচ্ছে কিনা সেদিকে নজর রাখুন। যদি দেখেন আপনার পোষ্য খাবার দাবার ঠিকমতো খাচ্ছে না বা খাওয়াতে অনীহা দেখা যাচ্ছে, ঝিমিয়ে আছে, খেলাধুলো করছে না, তাহলে অপেক্ষা না করে দ্রুত পশু চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন। এছাড়াও যেটা মাথায় রাখবেন, আপনার পোষ্যকে নিয়ে খেলাধুলো করতেই হবে। দিনের কিছুটা সময় ওদের সঙ্গে কাটান। চাইলে কিছু খেলনাও কিনে দিতে পারেন। ভুলে যাবেন না, গ্রীষ্মকালে আপনার পোষ্য যে ঘরে থাকে সেই ঘরটিকে ঠান্ডা ও আরামদায়ক রাখার দায়িত্ব আপনার।

আপনার পোষ্যের শরীর ঠান্ডা রাখতে যা যা খাওয়ানো দরকার, তার মধ্যে প্রথম দই।

দই : গরমে পোষ্যদের শরীর ঠান্ডা রাখা খুবই জরুরি। সে জন্য দই আদর্শ। এটি প্রাকৃতিক প্রোবায়োটিক। দইয়ে ল্যাকটিক অ্যাসিড থাকে, যা আপনার পোষ্য কুকুরের পাকস্থলীর জন্যও উপকারী। এই গরমে ভাত বা রুটির সঙ্গে দই মিশিয়ে ওকে খেতে দিতে পারেন। 

তরমুজ : প্রচন্ড গরমে আপনার পোষ্যকে তরমুজ দিতে পারেন। তরমুজের প্রায় ৯০ শতাংশই জল। এটি কুকুর, বেড়াল, পাখি সব ধরনের পোষ্যের জন্যই আদর্শ গ্রীষ্মকালীন ফল। তরমুজে ভরপুর পটাশিয়াম, ভিটামিন এ, বি৬ এবং সি থাকে। এটি পোষ্যের শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করবে। তবে পোষ্যকে তরমুজ দেওয়ার সময় অবশ্যই বীজগুলো ফেলে দেবেন।

ডাবের জল : এটাও কিন্তু দারুণ অপশন আপনার পোষ্যর জন্য। যা শরীরকে আর্দ্র ও ঠান্ডা রাখে। পোষ্যের ক্ষেত্রেও ডাবের জল সমান কার্যকরী। ডাবের জল পোষা কুকুরের জন্য সম্পূর্ণ নিরাপদ। ডাবের জলে প্রচুর পরিমাণ ইলেক্ট্রোলাইট, ক্যালসিয়াম, পটাসিয়াম এবং ভিটামিন সি থাকে, যা ওদের শরীরে পুষ্টি ও শক্তি বাড়াবে

শসা : শসা ভিটামিন ও খনিজ উপাদানে ভরপুর। দই এর সঙ্গে শসা মিশিয়ে তা আপনার পোষ্যকে দিতে পারেন। গরমের সময় শসা পোষ্য কুকুরদের জন্য খুবই উপকারী।

এগুলো ছাড়াও যে কয়েকটা জিনিসে খেয়াল রাখবেন সেগুলো হলো, আপনার কুকুরের অত্যাধিক লালা ঝরলে, জ্বর এলে, ডায়রিয়া হলে, শরীরে দুর্বলতা থাকলে রিস্ক নেবেন না। ‌ দ্রুত পশু চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করবেন। কারণ বিশেষজ্ঞরা জানাচ্ছেন, প্রবল গরমে হঠাৎ তাপমাত্রা বৃদ্ধির কারণে অসুস্থ হতে পারে পোষ্য। ডিহাইড্রেশনের সমস্যা হতে পারে। এছাড়া রোদে থাকলে হিটস্ট্রোকের সমস্যাও হয়। এই সময়টাতেই টিক ফিভারের প্রকোপও দেখা যায় বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। তাই গ্রীষ্মকালে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। 

১. গরমের সময় পোষ্যকে কোনওভাবেই বন্ধ গাড়ির মধ্যে রাখবেন না। ছায়ায় গাড়ি রাখলেও নয়। খুব প্রয়োজনে রাখতে হলেও এসি চালিয়ে রাখুন অথবা সব জানলা খোলা রাখুন। 

২. সবসময় হাতের সামনে জল রাখুন। ঘরের এক কোণায় বাটিতে জল রেখে দিন। যাতে প্রয়োজনে পোষ্য জল খেতে পারে।

৩. পাখির খাঁচার মধ্যে জল রাখতে হবে। একটা খাওয়ার জন্য, অন্যটা গা ভেজানোর জন‌্য। পাখির খাঁচা রোদে রাখা যাবে না। প্রয়োজনে সামনে ফ্যান চালিয়ে রাখতে হবে।

৪. দিনের বেলা হাঁটাতে নিয়ে যাওয়া যাবে না। অন্তত রোদ থাকাকালীন তো নয়ই। ভোরে অথবা সন্ধের পর পোষ্যকে নিয়ে হাঁটাতে হবে।

৫. ডাক্তারের সঙ্গে পরামর্শ করে হাতের কাছে ওষুধ রাখতে হবে। যাতে ইমার্জেন্সী পরিস্থিতিতে ডাক্তারের কাছে পৌঁছানো না পর্যন্ত পরিস্থিতি কন্ট্রোলে রাখা যায়।‌‌




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন