Breaking

Post Top Ad

Your Ad Spot

বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

টেস্ট ক্রিকেট থেকে সরাসরি নিজেকে সরিয়ে নিলেন রোহিত শর্মা

 

Retirement-of-Rohit-Sharma

সমকালীন প্রতিবেদন : ‌বর্ডার-গাভাসকর ট্রফির পর ইংল্যান্ড সফরের স্কোয়াডে রোহিতের থাকা, না-থাকা নিয়ে চর্চা চলছিলই৷ সব চর্চার অবসান ঘটিয়ে বুধবার সন্ধেয় বিশ্বজয়ী অধিনায়ক জানিয়ে দিলেন, ক্রিকেটের কুলীন ফরম্যাটে আর খেলবেন না তিনি৷ ভারতের জার্সিতে ৬৭টি টেস্ট খেলা রোহিত ইনস্টা স্টোরিতে অবসরগ্রহণের সিদ্ধান্ত জানান৷ 

বুধবার অবসর ঘোষণায় হিটম্যান লেখেন, 'সকলকে জানাতে চাই যে, টেস্ট ক্রিকেট থেকে আমি অবসর নিচ্ছি৷ সাদা জার্সিতে দেশকে প্রতিনিধিত্ব করা আমার কাছে অত্যন্ত সম্মানের ছিল৷ বছরের পর বছর ধরে আমার পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ৷' তবে তিনি যে ওডিআই ক্রিকেটে ভারতের হয়ে খেলা চালিয়ে যাবেন, তাও সোশাল মিডিয়া স্টোরিতে স্পষ্ট করেছেন রোহিত৷

রোহিতের অবসরে তাই মন খারাপ টিম ইন্ডিয়ার। ঋষভ পন্থ সোশাল মিডিয়ায় বলছিলেন, 'তোমার উপস্থিতি এবং প্রভাব ড্রেসিংরুমে চিরদিন প্রতিধ্বনিত হবে। তোমার জন্য ভালোবাসা রোহিত ভাই।' ভারতীয় দলের তরুণ উইকেটরক্ষক ধ্রুব জুরেল বললেন, 'তুমি বরাবর আমার প্রথম অধিনায়ক থাকবে। অবসর জীবন ভালো কাটুক রোহিত ভাই।' 

যশস্বী জয়সওয়াল বললেন, 'রোহিত ভাই তোমার সঙ্গে পিচে একসঙ্গে খেলার সুযোগ পাওয়াটা আশীর্বাদ ছাড়া কিছুই নয়। সবকিছুর জন্য ধন্যবাদ।' হিটম্যানের অবসর নিয়ে বার্তা এসেছে কোচ গৌতম গম্ভীরের তরফেও। তিনি বলছেন, রোহিত একটা রত্ন। সত্যিকারের কিংবদন্তি।

ভারতের হয়ে ৬৭টি টেস্ট ম্যাচ খেলেছেন রোহিত। ১১৬ ইনিংসে করেছেন ৪৩০১ রান। টেস্টে ১২টি সেঞ্চুরি ও ১৮টি হাফসেঞ্চুরি রয়েছে রোহিতের। ৪৭৩টি চার ও ৮৮টি ছক্কা মেরেছেন। টেস্টে রোহিতের সর্বোচ্চ স্কোর ২১২ রান। ৪০.৫৭ গড়ে রান করেছেন তিনি। ২০১৩ সালে ইডেন গার্ডেন্সে টেস্ট অভিষেক হয়েছিল রোহিতের। গত বছরের ডিসেম্বরে শেষ টেস্ট খেলেছেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মেলবোর্নে বক্সিং ডে ম্যাচে। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে রোহিত ভারতের ক্যাপ্টেন হিসেবে নিজের সফর এবং চিন্তার কথা জানিয়েছেন। তিনি বলেন, 'কখনও কখনও এমনটা হয় যে সকলের তরুণ অধিনায়ক চাই। যে ১০ বা ১৫ বছর নেতৃত্ব দিতে পারে। আমার তো মনে হতো যে, সেই সুযোগ আমি পাব না। কিন্তু আমি চিরকাল কৃতজ্ঞ থাকব যে, আমি সেই সুযোগটা পেয়েছি।' কিন্তু ভারতীয় টেস্ট দলে রোহিতের শূন্যস্থান কি কেউ পূরণ করতে পারবেন? এটা এখন লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন