সমকালীন প্রতিবেদন : ইডেন গার্ডেন্সে এদিন কেকেআরের মাস্ট উইন ম্যাচ ছিল। চেন্নাই সুপার কিংসকে চাপেও ফেলে দিয়েছিল রাহানের দল। কিন্তু ব্রেভিসের দুর্দান্ত ইনিংস সঙ্গে মহেন্দ্র সিং ধোনির মাথা ঠান্ডা করে ফিনিশিংই আইপিএল থেকে ছিটকে দিল নাইটদের।
এদিনের ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রাহানে। কিন্তু তেমন বড় রান তারা তুলতে পারেনি চেন্নাইয়ের বিরুদ্ধে। জবাবে ব্যাট করতে নেমে ২ বল বাকি থাকতেই জয় তুলে নিল ধোনির দল।
প্রথমে ব্যাট করে কলকাতা নাইট রাইডার্স নির্ধারিত ২০ ওভারে করেছিল ৬ উইকেটে ১৭৯ রান। রাহানে করেন ৪৮, রাসেল করেন ৩৮, মণিশ পাণ্ডে করেন ৩৬ রান। নারিন ২৬ রান করলেও আরেক ওপেনার গুরবাজ এদিন ব্যর্থ। অংকৃষ রঘুবংশীও এদিন একইভাবে ব্যর্থ।
তবে ইডেনের স্পিনিং ট্র্যাকের সিএসকের নূর আহমেদ নিলেন চার উইকেট। সেদিক থেকে নজর কাড়তে পারলেন না কেকেআরের স্পিনাররা। যদিও চেন্নাইকে শুরু থেকেই ধাক্কা দিয়ে নাইট রাইডার্সকে মাস্ট উইন ম্যাচে লড়াইয়ে রেখেছিল বোলাররা। প্রথম দুই ওভারের মধ্যেই ওপেনার আয়ুষ মাত্রে এবং ডেভন কনওয়ে ফেরেন শুন্য রানে।
কিন্তু এরপর উর্ভিল প্যাটেলের ১১ বলে ৩১ রানের ঝোড়োর ইনিংসটাই চেন্নাইকে ফের চালকের আসনে বসিয়ে দেয়। এরপরই ফের পাল্টা আঘাত হানেন কেকেআরের বোলাররা। উর্ভিল প্যাটেল এবং অশ্বিনকে আউট করেন হর্ষিত রানা। বরুণ চক্রবর্তীও পাওয়ারপ্লের মধ্যে ফিরিয়ে দেন রবীন্দ্র জাদেজাকে। ফলে পাওয়ারপ্লেতে পাঁচ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল সিএসকে।
কিন্তু কোথাও যেন নাইটদের অতিরিক্ত আত্মবিশ্বাসই কাল হয়ে দাঁড়ায়। এরপর ডেওয়াল্ড ব্রেভিস এসে পাল্টা মার শুরু করেন। ২৫ বলে ৫২ রান করে নিষ্প্রাণ ম্যাচেই অক্সিজেন এনে দেন সিএসকের হয়ে। বৈভব অরোরার এক ওভারে ৩০ রান তোলেন ব্রেভিস, সেখানেই খেলা ঘুরে যায়।
এরপর শিবম দুবেও ৪০ বলে ৪৫ রানের ইনিংস খেললেন। শেষদিকে কাজের কাজটা করার দায়িত্ব ছিল ধোনির ওপর। শেষ দুই ওভারে বাকি ছিল ১৮ রান। ১৯তম ওভারে শিবম দুবে একটি ছয় মারার পর আউট হয়ে যান। এরপর এক আধটা রান আসার পর ২০তম ওভারে দরকার ছিল ৮ রান।
সেখানে রাসেলের প্রথম বলেই ছয় মেরে চেন্নাইয়ের দিকে ম্যাচের ভাগ্য নিয়ে যান মাহি। যদিও চতু্র্থ বলে চার মেরে ফিনিশিং টাচ দেন অংশুল কম্বোজ। এই হার নাইটদের রীতিমতো খাদের কিনারায় পাঠিয়ে দিল। নাইট স্পিনারদের ইডেনের পিচে তেমন ভালো পারফরমেন্স করতে না পারাই তাঁদের কার্যত আইপিএল থেকে ছিটকে দিল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন