Breaking

Post Top Ad

Your Ad Spot

বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

গাইঘাটায় ‌রাস্তা সংস্কারের দাবিতে যশোর রোড অবরোধ গ্রামবাসীদের

 ‌

Jessore-Road-blockade

সমকালীন প্রতিবেদন : ‌সংস্কারের অভাবে গ্রামের দুই কিলোমিটার রাস্তার অবস্থা বেহাল হয়ে পড়েছে। দীর্ঘ ১১ বছর ধরে এলাকার রাস্তা সংস্কার বা মেরামত কিছুই হয় নি। রাস্তা সংস্কারের দাবিতে তাই এবার যশোর রোড অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। 

গাইঘাটা পঞ্চায়েত সমিতির চাঁদপাড়া গ্রাম পঞ্চায়েতের অধীনে যশোর রোডের মন্ডলপাড়া থেকে ছোট সেয়ানা পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তার অবস্থা বেহাল হয়ে পড়েছে। গ্রামবাসীদের অভিযোগ, ২০১৪ সালে শেষবার তৈরি হয়েছিল এই রাস্তা। এই রাস্তার ওপর নির্ভর করে রয়েছেন এলাকার বেশ কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষ। 

এলাকায় একটি বড় মাপের চালকল রয়েছে। আর সেই কারণে এই রাস্তা দিয়ে ভারী গাড়ি যাতায়াত করে। দীর্ঘ ১১ বছর ধরে এই রাস্তার সংস্কার না হওয়ায় অনেক জায়গাতেই বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এমন রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে প্রায়ই বিপদ ঘটছে। 

গ্রামবাসীদের অভিযোগ, এই রাস্তা সংস্কারের দাবি নিয়ে স্থানীয় চাঁদপাড়া গ্রাম পঞ্চায়েত, গাইঘাটা বিডিওর কাছে বার বার যাওয়া হলেও কাজের কাজ কিছু হচ্ছে না। ফলে শেষপর্যন্ত গ্রামবাসীরা নিজেদের দাবির সমর্থনে এদিন যশোর রোড অবরোধ করে রেখে বিক্ষোভ দেখাতে থাকেন।

বৃহস্পতিবার দুপুরে মন্ডলপাড়া এলাকায় যশোর রোডের উপর এই অবরোধ শুরু করেন গ্রামবাসীরা। তাদের দাবি, অতি দ্রুত রাস্তা মেরামত করতে হবে। অবরোধের ফলে চরম সমস্যায় পড়েন সাধারণ মানুষ। গাইঘাটা থানার পুলিশের আশ্বাসে প্রায় দুই ঘন্টা পর অবরোধ ওঠে।

এব্যাপারে চাঁদপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপক কুমার দাস জানান, পথশ্রী প্রকল্পের মাধ্যমে এই রাস্তার সংস্কার করা হবে। ইতিমধ্যেই এটি তালিকাভূক্ত হয়েছে। তাঁর অভিযোগ, বিরোধীদের ইন্ধনে গ্রামবাসীরা নিজেরা রাস্তা কেটে নিজেদের সমস্যা বাড়িয়ে তুলেছেন। এলাকায় বিজেপির বিধায়ক, সাংসদ থাকা সত্ত্বেও তাঁরা এই রাস্তা সংস্কারের বিষয়ে আগ্রহ দেখাচ্ছেন না। ‌‌




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন