সমকালীন প্রতিবেদন : গতবারের চ্যাম্পিয়ন স্কোয়াডের বেশিরভাগ ক্রিকেটারকে এবছর ধরে রাখতে সক্ষম হয় কেকেআর। শ্রেয়স আইয়ারের জায়গা যথাযথভাবে পূরণ করেন নতুন ক্যাপ্টেন অজিঙ্কা রাহানে। টুর্নামেন্টে দলগতভাবে নিতান্ত মন্দ ক্রিকেট খেলেনি কলকাতা। তা সত্ত্বেও এবার আইপিএল ২০২৫-এর প্লে-অফে উঠতে ব্যর্থ হয় নাইট রাইডার্স।
আসলে একাধিক তারকা প্লেয়ারকে অনেক আশা করে নেওয়া হলেও তারা নিরাশ করেছে। তাই ২০২৬ আইপিএল মিনি নিলামের আগে একাধিক তারকা প্লেয়ারকে দল থেকে বাদ দিতে পারে কেকেআর। কিন্তু সেই তালিকায় কে কে থাকতে পারেন? চলুন জেনে নেওয়া যাক।
এই তালিকায় প্রথম নাম হতে পারেন ভেঙ্কটেশ আইয়ার। ভেঙ্কটেশকে দলে নেওয়ার জন্য কেকেআর ২৩.৭৫ কোটি টাকা খরচ করেছিল। কিন্তু এই বছর তিনি ১১টি ম্যাচে গড়ে মাত্র ২০.২৮ রান করে মোট ১৪২ রান করেছেন। এমনকি তিনি একটি ওভারও বল করেননি। পারফরম্যান্স অনুযায়ী এই খরচ মোটেও যুক্তিযুক্ত নয়।
এছাড়াও, আগামীতে বাদের তালিকায় থাকতে পারেন কুইন্টন ডি কক। বিশেষজ্ঞদের মতে, উইকেটরক্ষক ব্যাটসম্যান কুইন্টন ডি কক শুধুমাত্র একটি ম্যাচে ৯৭ রানের ইনিংস খেলেছিলেন। এরপর তিনি তেমন কিছুই করতে পারেননি। যার ফলে তাঁকে বেঞ্চে বসিয়ে দেওয়া হয়। এই অবস্থায়, কেকেআর সম্ভবত পরবর্তী মরশুমের আগে তাঁকে ছেড়ে দিতে পারে।
আগামী মরশুমে রিঙ্কু সিংকেও বাদ দিতে পারে নাইট শিবির। এই মরশুমে কেকেআর রিঙ্কু সিংকে ১৩ কোটি টাকায় ধরে রেখেছিল। কিন্তু তিনি ১০টি ম্যাচে মাত্র ১৯৭ রান করতে পেরেছেন। উপরন্তু, যেই ব্যাটিং পজিশনে তাঁকে নামানো হচ্ছে, সেখানে ম্যাচে বড় প্রভাব ফেলার মতো যথেষ্ট বল পাচ্ছেন না। তাঁর পারফরম্যান্স প্রত্যাশা অনুযায়ী না হওয়ায়, তিনিও বাদ পড়ার তালিকায় থাকতে পারেন।
বাদের তালিকায় থাকতে পারেন মইন আলিও। এই ইংরেজ অলরাউন্ডার এই বছর ৬টি ম্যাচে খেলেছেন এবং ৬টি উইকেট নিয়েছেন। তবে ব্যাট করার সুযোগ খুব একটা পাননি। কেকেআর মূলত তাঁকে সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তীর বিকল্প হিসেবে ব্যবহার করেছে। ফলে মইন আলির ভবিষ্যতও অনিশ্চিত।
এছাড়াও আসন্ন মরশুমে রভম্যান পাওয়েলকেও বাদ দিতে পারে কেকেআর। এই বছর রোভম্যান পাওয়েলকে খুব একটা সুযোগ দেওয়া হয়নি। তিনি মাত্র দুটি ম্যাচ খেলেছেন এবং কেবল একটিতে ব্যাট করার সুযোগ পেয়েছেন।
আন্দ্রে রাসেল যেহেতু এখনও দলে আছেন, তাই পাওয়েলের জন্য সুযোগ পাওয়া কঠিন হয়ে পড়েছে। তাই কেকেআর সম্ভবত তাঁকে আগামী মরশুমের আগেই ছেড়ে দিতে পারে। তবে শেষমেষ নাইট শিবির কী সিদ্ধান্ত নেয়, সেটাই এখন দেখার বিষয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন