সমকালীন প্রতিবেদন : আইপিএল শেষ হওয়ার পর জুন মাসেই ভারত এর ইংল্যান্ড সফর। সেখানে খেলা হবে পাঁচটা টেস্ট। কিন্তু টিমে থাকবেন না বড় দুই পিলার। বিরাট কোহলি আর রোহিত শর্মা। কারণ, ইতিমধ্যেই ওই সফরের আগেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন দুজনে। ফলে তাঁদের ছাড়াই দল নির্বাচন করতে হবে অজিত আগরকরের কমিটিকে। আর একটা বিষয়, রোহিত যেহেতু অবসর নিয়েছেন, তাই নতুন অধিনায়কও নির্বাচন করতে হবে। সেক্ষেত্রে দৌড়ে এগিয়ে রয়েছেন কে? শুভমন গিল।
হ্যাঁ, রোহিতের পরে ভারতের নতুন টেস্ট অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে শুভমন। তিনি টেস্ট দলে তিন নম্বরে নিজের জায়গা পাকা করেছেন। ইংল্যান্ডেও সেটাই দেখা যেতে পারে। এছাড়া ক্রীড়া বিশেষজ্ঞদের একাংশের মতে, যেহেতু ইংল্যান্ডে খেলা তাই পেসারের সংখ্যা শুধু নয়, বেশি অলরাউন্ডার নেওয়ার কথাও ভাবতে পারেন নির্বাচকরা। আর ওপেনার?
যশস্বী জয়সওয়াল : ভারতের টেস্ট দলে ওপেনার হিসাবে নিজের জায়গা পাকা করেছেন যশস্বী। ইংল্যান্ডে প্রথমবার টেস্ট সিরিজ খেলতে যাওয়া যশস্বীকে ওপেনার হিসাবে খেলানো হতে পারে।
লোকেশ রাহুল : আর রোহিত অবসর নেওয়ায় একজন ওপেনার দরকারই ভারতের। তাই নতুন কারোর উপর ভরসা না করে অভিজ্ঞ লোকেশ রাহুলকেই খেলাতে পারে তারা।
শ্রেয়স আইয়ার : খুলতে পারে শ্রেয়সের কপাল। কোহলি অবসর নেওয়ায় জায়গা পেতে পারেন শ্রেয়স।
করুণ নায়ার : শ্রেয়সের মতো করুণও ফিরতে পারেন টেস্ট দলে। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে রান করায় ‘ভারত এ’ দলে করুণের জায়গা পাওয়া সময়ের অপেক্ষা বলে মনে করছেন ক্রীড়াবিদদের একাংশ।
ঋষভ পন্থ : টেস্টে ভারতের প্রথম পছন্দের উইকেটকিপার পন্থ। গত ইংল্যান্ড সিরিজেও ভাল খেলেছিলেন। তাই, মনে করা হচ্ছে আইপিএলে ছন্দে না থাকলেও পন্থের উপরেই ভরসা রাখবেন নির্বাচকেরা।
নীতিশ রেড্ডি : নীতিশকে মনে আছে নিশ্চয়ই? অস্ট্রেলিয়া সফরে জন্ম এই তারকার। ভারতের টেস্ট জার্সিতে তিনিই একমাত্র পেস বোলার অলরাউন্ডার। অর্থাৎ, হার্দিক পান্ডিয়ার জায়গা ভরাট করার দায়িত্ব থাকতে পারে তাঁর কাঁধে।
ধ্রুব জুরেল : গত কয়েকটা সিরিজ ভারতের দ্বিতীয় পছন্দের উইকেটকিপার। তিনিও করুণের মতোই 'ভারত এ' দলের হয়ে আগে ইংল্যান্ডে যাবেন। তারপর বাকিটা তো বলবে সময়।
জসপ্রীত বুমরাহ : ভারতের পেস আক্রমণকে লিড করতে পারেন বুমরাহ। ইংল্যান্ডের দলে মহম্মদ শামির সুযোগ পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তাই বুমরাহর কিন্তু তাতে বাড়তি দায়িত্ব। তবে সব টেস্টে খেলবেন না তিনি। খুব বেশি হলে তিনটে টেস্টে খেলবেন তিনি।
রবীন্দ্র জাডেজা : ইংল্যান্ড সফরে ভারত যে তিনজন অলরাউন্ডার খেলাতে পারে, তাদের মধ্যে একজন জাডেজা।
অক্ষর পটেল : এখানে একটা কথা বলতে হচ্ছে, জাডেজার মতোই অক্ষরও স্পিনার অলরাউন্ডার। সেক্ষেত্রে দু’জন ১৫ জনের দলে থাকলেও ইংল্যান্ডের বুকে প্রথম একাদশে জায়গা পাবেন একজনই।
কুলদীপ যাদব : দলের একমাত্র বিশেষজ্ঞ স্পিনার। কিন্তু জাডেজা আর অক্ষর থাকায় আর কোনও বিশেষজ্ঞ স্পিনারের দরকার পড়বে না ভারতের।
বাকি থাকলো ৩ টে নাম। মহম্মদ সিরাজ। যে ম্যাচে বুমরাহ খেলবেন না সেই ম্যাচে ভারতের পেস আক্রমণকে নেতৃত্ব দিতে পারেন সিরাজ। এছাড়া প্রসিদ্ধ কৃষ্ণ ও যশ দয়ালেরও ইংল্যান্ড সফরে যাওয়ার সম্ভাবনা প্রবল। তবে ডোন্ট ওরি, আইপিএল শেষ হওয়ারও অপেক্ষা করতে হবে না। কারণ, ২৩ মে'ই সম্ভবত ইংল্যান্ড সফরের দল ঘোষণা করা হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন