Breaking

Post Top Ad

Your Ad Spot

রবিবার, ১১ মে, ২০২৫

পাকিস্তানের গুলির বদলা গোলায় দেবে ভারত, জানালেন নরেন্দ্র মোদি

 

India-Pak-war

সমকালীন প্রতিবেদন : ‌‌পাকিস্তান গুলি চালালে, ভারত গোলা ছুড়ব, মার্কিন ভাইস প্রেসিডেন্টকে স্পষ্ট জানিয়ে দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার পাকিস্তানের আবেদনে সাড়া দিয়ে সংঘর্ষবিরতিতে রাজি হয়েছিল ভারত। এই শান্তিপর্ব মধ্যস্ততা করে আমেরিকা। সূত্রের খবর, সেই সময়েই নরেন্দ্র মোদি আমেরিকাকে জানিয়ে দিয়েছিলেন, পাকিস্তান বেয়াদপি করলে রেয়াত করবে না ভারত। পালটা জোরাল জবাব দেওয়া হবে।

পহেলগাঁও জঙ্গি হামলার প্রতিশোধ নিতে 'অপারেশন সিঁদুর' যত এগিয়েছে, পাকিস্তান তত দুমড়ে-মুচড়ে গিয়েছে। ভারতের সামনে হাঁটু গেঁড়ে বসতে বাধ্য হয়েছে পাকিস্তান। প্রতিটি পর্যায়ে ভারতের কাছে পাকিস্তান অসহায় আত্মসমর্পণ করেছে। প্রতিটি রাউন্ডে পাকিস্তানের অবস্থা আরও শোচনীয় হয়ে উঠেছে। লড়াইয়ের প্রতিটি রাউন্ডে পাকিস্তান ভারতের কাছে পরাজিত হয়েছে। পাকিস্তানি বায়ুঘাঁটিতে ভারত যে পালটা আক্রমণ চালিয়েছে, তাতেই পাকিস্তান বুঝতে পেরেছিল যে ভারত ওদের স্তরে পড়ে না। ভারত একটা স্পষ্ট বার্তা দিয়েছিল। এমনই দাবি ভারতের।

সূত্রের খবর, ইসলামাবাদ ভারতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পরে শনিবার পাকিস্তানকে তছনছ করে দেওয়া হয়েছে। 'নরকের আগুন'-র গ্রাসে চলে গিয়েছিল পাকিস্তান। একেবারে নিখুঁতভাবে পাকিস্তানের আটটি সামরিক প্রতিষ্ঠানকে টার্গেট করা হয়েছিল। পঞ্জাব প্রদেশের রহিম ইয়ার খান বায়ুঘাঁটির রানওয়েকে পুরোপুরি ধুলোয় মিশিয়ে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

পাকিস্তানের সঙ্গে সংঘর্ষবিরতি হলেও সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই থামাবে না ভারত। সেই কাজ আগের মতোই চলবে। গতকালই জানিয়ে দেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। শনিবার কার্যত ইসলামাবাদের মিনতিতে সংঘর্ষবিরতিতে রাজি হয়েছে নয়াদিল্লি। আসলে গত কয়েকদিন ধরে ভারতের সঙ্গে সংঘাতে লাগাতার পিছিয়ে পড়ছিল পাকিস্তান। 

বিশেষজ্ঞদের বক্তব্য, পরাজয় নিশ্চিত বুঝেই সন্ধিপ্রস্তাব করে শাহবাজ শরিফ সরকার। আমেরিকার মধ্যস্ততায় সেই প্রস্তাবে রাজি হয় ভারত। যদিও কয়েক ঘণ্টার পরেই সংঘর্ষবিরতি লঙ্ঘন করে সীমান্তবর্তী অঞ্চলে গুলি চালায় পাকিস্তান। জবাব দেয় ভারতও। অতএব, গত কয়েক দিনে নয়াদিল্লি স্পষ্ট করেছে, ইসলামাবাদের বেয়াদপি কোনওভাবেই সহ্য করা হবে না।

এদিকে, যুদ্ধবিরতির পরও সীমান্তের ওপার থেকে হামলা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। এই পরিস্থিতিতে পাকিস্তানকে উচিত শিক্ষা দিতে সীমান্তে সেনা কমান্ডারডের ‘পূর্ণ স্বাধীনতা’ দিলেন সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। সোমবার বৈঠকে বসছে ভারত ও পাকিস্তানের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন বা ডিজিএমও। তার আগে সেনাপ্রধান স্পষ্ট জানিয়ে দিলেন, ‘সীমান্তের ওপার থেকে কোনওরকম হামলা হলে তৎক্ষণাৎ যেন পালটা মার দেয় সেনা।’

গতকাল মোদির সঙ্গে মার্কিন ভাইস প্রেসিডেন্টের বৈঠকের পর পাকিস্তানের সেনাপ্রধান অসিফ মুনিরের সঙ্গে এবং পরবর্তীতে বিদেশমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা করেন মার্কিন প্রতিনিধিরা। সূত্রের খবর, তখনই মোদি জানিয়ে দিয়েছিলেন, পাকিস্তানের দিক থেকে গুলি চললে, ভারত পালটা গোলা ছুড়বে। নয়াদিল্লির তরফে আরও জানানো হয়, দুটি বিষয়ে পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসতে রাজি ভারত। প্রথমটি পাকিস্তান-অধিকৃত কাশ্মীর ফেরানো এবং দ্বিতীয়টি সন্ত্রাসীবাদীদের হস্তান্তর।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন