Breaking

Post Top Ad

Your Ad Spot

সোমবার, ১২ মে, ২০২৫

ফের শুরু হলেও আইপিএল টুর্নামেন্ট শেষ করা সহজ হবে না

 

IPL-tournament

সমকালীন প্রতিবেদন : দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে এক সপ্তাহের জন্য আইপিএল স্থগিত রেখেছে বিসিসিআই। কিন্তু তারপরও কি আইপিএল চালু করা যাবে? যদি সেটা না হয়, তাহলে হয়তো ভারতের বাইরে বিকল্প ভেন্যু বেছে নিতে হবে। 

আর সেই প্রস্তাব এলে সাদরে গ্রহণ করবে ইংল্যান্ড ও ওয়েলশ ক্রিকেট বোর্ড। যেখানে পিএসএলের দরজা আরব আমিরশাহী বন্ধ করে দিয়েছে, সেখানে ভারতের জন্য অপেক্ষা করছে ইংল্যান্ড বোর্ড। কিন্তু এখন সবথেকে বড় প্রশ্ন হল যে, কবে শেষ হবে আইপিএল? আদৌ কি টুর্নামেন্ট শেষ করতে সময় পাবে বিসিসিআই?  

৯ মে থেকে স্থগিত করা হয়েছে প্রতিযোগিতা। বিসিসিআইয়ের ঘোষণা অনুযায়ী ১৫ মে পর্যন্ত কোনও খেলা হবে না। এই সময়সীমা বৃদ্ধি করতে না হলে ১৬ মে থেকে আবার শুরু হতে পারে আইপিএল। সূচি অনুযায়ী ফাইনাল হওয়ার কথা ২৫ মে। 

সেক্ষেত্রে ১০ দিনে আয়োজন করতে হবে ১৬টি ম্যাচ। তার মধ্যে থাকবে প্লে-অফ পর্বের তিনটি ম্যাচ এবং ফাইনাল। লিগ পর্যায়ের আছে ১২টি ম্যাচ। প্লে-অফের ম্যাচগুলি এবং ফাইনালের আগে এক দিন করে বিশ্রামের জন্য রাখা হলেও খরচ হয়ে যাবে ছ’দিন। হাতে থাকবে চার দিন। বিশ্রামের সুযোগ না দেওয়া হলে হাতে থাকবে সাত দিন। 

এই ক’দিনে ১২টি ম্যাচ আয়োজন করতে হবে। প্রায় প্রতি দিন দু’টি করে ম্যাচ আয়োজন করে হবে। ক্রিকেটারেরা পাবেন না ‘রিকভারি টাইম’। বিশ্রাম ছাড়া প্রায় প্রতি দিন ম্যাচ খেলার ধকল নেওয়া কঠিন ক্রিকেটারদের পক্ষে। এভাবে প্রতিযোগিতা শেষ করতে চাইলে আপত্তি জানাতে পারে সম্প্রচারকারী সংস্থাও।

সাত দিন পর আবার প্রতিযোগিতা শুরু করে সুষ্ঠুভাবে আইপিএল শেষ করতে হলে প্রয়োজন অন্তত ১৫ দিন সময়। ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ তেমনই মনে করেন। সেক্ষেত্রে ১৬ মে থেকে প্রতিযোগিতা শুরু হলে তা চলবে ৩০ মে পর্যন্ত। সেই পর্যন্ত প্রতিযোগিতা টেনে নিয়ে যাওয়ার বেশ কয়েকটি সমস্যা রয়েছে। 

সব চেয়ে বড় সমস্যা আন্তর্জাতিক সূচি। যা পরিবর্তন সম্ভব নয়। কারণ, মে মাসের শেষ সপ্তাহে ভারতের ‘এ’ দলের ইংল্যান্ড সফরে চলে যাওয়ার কথা। সেক্ষেত্রে প্লে-অফের চারটি দল সমস্যায় পড়বে। দলগুলির কর্তৃপক্ষ অর্ধেক শক্তি নিয়ে আইপিএলের চূড়ান্ত পর্বে খেলার ব্যাপারে আপত্তি জানাতে পারে। 

এদিকে আবার ১১ জুন থেকে শুরু হবে টেস্ট বিশ্বকাপের ফাইনাল। স্বভাবতই অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড মে মাসের শেষ পর্যন্ত ক্রিকেটারদের ভারতে রেখে দিতে রাজি হবে না। ফলে এই দু’দেশের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের পাবে না দলগুলি। এখন এই অনিশ্চয়তার মাঝেই যে আইপিএল দাঁড়িয়ে রয়েছে, তা একবাক্যে বলাই যায়। 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন