সমকালীন প্রতিবেদন : যুদ্ধকালীন পরিস্থিতির কারণে আপাতত এক সপ্তাহের জন্য বন্ধ থাকছে আইপিএলের বাকি ম্যাচ। জম্মুতে পাক হামলার জেরে মাঝপথেই দিল্লি-পঞ্জাব ম্যাচকে বাতিল ঘোষণা করা হয়। পঞ্জাবের একাধিক এলাকা লক্ষ্য করে হামলা চালায় পাক সেনা। ব্ল্যাকআউট করে দেওয়া হয় সে রাজ্যের একাধিক জেলা। আর তার মধ্যেই আলো নিভে যায় ধরমশালা স্টেডিয়ামেরও।
সেই ঘোষণার সঙ্গে সঙ্গে মাঠভর্তি দর্শক এবং আইপিএল আধিকারিকদেরও চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। এরপরেই দর্শকদের অত্যন্ত সতর্কতার সঙ্গে স্টেডিয়াম থেকে বের করা হয়। আসলে ম্যাচের বয়স যখন ১০.১ ওভার, ঠিক তখনই একে একে নিভে যায় ফ্লাডলাইট। এক উইকেটে পঞ্জাবের স্কোর তখন ১২২ রান।
কিন্তু সেখানেই খেলা বাতিল হয়ে যায়। পুরো ম্যাচ উপভোগ করতে না পারায় ‘পাকিস্তান মুর্দাবাদ’ ধ্বনিও তোলেন দর্শকদের একাংশ। এদিকে বিজ্ঞপ্তি দিয়ে ভারতীয় বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হয়, এলাকায় ব্ল্যাকআউটের জন্যই ম্যাচ মাঝপথে বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই অবস্থায় আশঙ্কা সত্যিই করেই এবারের মতো বন্ধ হতে চলেছে আইপিএল। বৃহস্পতিবার জরুরিকালীন বৈঠকে বসে আইপিএল গভর্নিং কাউন্সিল। সূত্রের খবর, সেখানেই টুর্নামেন্ট বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে চরমে ভারত-পাকিস্তান সংঘাত।
আর এমন যুদ্ধকালীন পরিস্থিতিতে ক্রিকেটারদের নিয়ে কোনও ঝুঁকি নিতে নারাজ ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই কারণেই এহেন সিদ্ধান্ত। শোনা যাচ্ছে, শুক্রবারই সরকারিভাবে টুর্নামেন্ট বাতিলের কথা জানিয়ে দেওয়া হবে।
সূত্রের খবর, বর্তমান যুদ্ধকালীন পরিস্থিতিতে ত্রস্ত বিদেশি তারকারা। পঞ্জাব কিংসের দুই ক্রিকেটার মার্কাস স্টয়নিস এবং জস ইংলিশ উদ্বেগ প্রকাশ করে বাড়ি ফেরার ইচ্ছাও জানিয়েছেন। যুদ্ধের আবহে ক্রিকেটারদের নিয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করছে ভারতীয় বোর্ড।
কীভাবে ক্রিকেটারদের বাড়ি ফেরানো যায়, তারও ব্লু প্রিন্ট তৈরি করা হচ্ছে বলে খবর। এদিকে ভারত-পাক সংঘাতের জেরে ইতিমধ্যেই বন্ধ ২৮টি বিমানবন্দর। ফলে আইপিএল বাতিল হলেও ক্রিকেটারদের বাড়ি ফেরানো বোর্ডের কাছে বড় চ্যালেঞ্জ।
সেক্ষেত্রে ফ্র্যাঞ্চাইজিগুলির সাপোর্ট স্টাফ এবং ক্রিকেটারদের সুরক্ষার জন্য কী কী ব্যবস্থা গ্রহণ করা সম্ভব, তা নিয়েও আলোচনা হচ্ছে বলেই জানা যাচ্ছে। শুক্রবার বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লা জানিয়েছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান দ্বন্দ্বের কারণে বিসিসিআই আইপিএল এক সপ্তাহের জন্য স্থগিত করেছে। এটি এখন এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। নতুন সময়সূচী এক সপ্তাহ পরে প্রকাশিত হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন