Breaking

Post Top Ad

Your Ad Spot

শনিবার, ২৪ মে, ২০২৫

বাংলাতেও তিন করোনা আক্রান্তের হদিশ ‌মিললো

 

Corona-infection-in-Bengal

সমকালীন প্রতিবেদন : ‌দেশজুড়ে ফের চোখ রাঙাচ্ছে করোনা। কেরলে চলতি মাসে আক্রান্ত হয়েছেন ১৮২ জন। এই মরশুমে প্রথম মৃত্যু দেখেছে এই রাজ্য। কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা গেছেন দু'জন। এবার বাংলাতেও তিন করোনা আক্রান্তের হদিশ মিলেছে। যা নিয়ে আতঙ্ক ছড়িয়েছে রাজ্যে। 

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ২৫৭। অন্ধ্রপ্রদেশ সরকার ইতিমধ্যেই সতর্কতামূলক গাইডলাইন জারি করেছে। শুক্রবার বিকাল পর্যন্ত রাজধানীর বিভিন্ন হাসপাতালে কোভিড-১৯ ভাইরাস আক্রান্ত ২৩জনের সন্ধান পাওয়া গিয়েছে। করোনা আক্রান্তের চিকিৎসার জন্য পর্যাপ্ত বেডের ব্যবস্থা, ওষুধ ও অক্সিজেন সিলিন্ডারের জোগান স্বাভাবিক রাখতে বলা হয়েছে দিল্লি সরকারের তরফে।

কেরল, কর্নাটক, তামিলনাড়ু, গুজরাট, দিল্লি, হরিয়ানা, রাজস্থান ও সিকিমেও নতুন করে আক্রান্তের খবর মিলেছে। কেরলে এক মাসে আক্রান্ত হয়েছেন ১৮২ জন এবং মারা গেছেন দু'জন। দিল্লিতেও কোভিড আক্রান্তের সংখ্যা বাড়ছে, যা নিয়ে রাজ্য সরকার ইতিমধ্যেই স্বাস্থ্য পরিকাঠামো প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছে।

এই আবহে পশ্চিমবঙ্গের মগরাহাটে ২ কোভিড আক্রান্তের হদিশ মিলেছে। যাঁদের একজন বছর কুড়ির মহিলা ও এক কিশোর। জানা গিয়েছে, হাসপাতালে শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে ডায়মন্ড হারবার হাসপাতালে আসেন দু'জন। আরটিপিসিআর করে জানা যায়, দু'জনেই কোভিড পজিটিভ।

রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে খবর, চলতি মাসের গোড়ায় আলিপুরের উডল্যান্ডস হাসপাতালে এক মহিলা শ্বাসকষ্ট ও অন্যান্য সমস্যা নিয়ে ভর্তি হন। পরীক্ষায় জানা যায়, তিনি কোভিডে আক্রান্ত। আইসোলেশনে এক সপ্তাহ রেখে ওই করোনা আক্রান্তকে ছেড়ে দেওয়া হয়।

চিকিৎসকেরা মনে করছেন, বর্তমান পরিস্থিতিতে পরীক্ষার সংখ্যা বাড়ানো জরুরি। সেই সঙ্গে নির্দিষ্ট করোনা গাইডলাইন বেঁধে দেওয়া দরকার। উদ্বেগজনক না হলেও, সতর্ক হওয়া প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞদের মতে, নতুন ভ্যারিয়্যান্টের সংক্রমণ তুলনামূলকভাবে হালকা হলেও, বয়স্ক ও কোমর্বিড রোগীদের ক্ষেত্রে ঝুঁকি থেকে যাচ্ছে। তাই মাস্ক ব্যবহার, নিয়মিত হাত ধোওয়া, উপসর্গ দেখা দিলে পরীক্ষা করানো—এই সমস্ত বিষয়ে নতুন করে জোর দেওয়ার সময় এসেছে।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন