Breaking

Post Top Ad

Your Ad Spot

রবিবার, ২৫ মে, ২০২৫

ইংল্যান্ড সফরের জন্য ভারতীয় দলের অধিনায়ক শুভমন গিল

 

England-tour

সমকালীন প্রতিবেদন : ‌আইপিএল-এর পরেই ইংল্যান্ড সফরে যাবে টিম ইন্ডিয়া। কিন্তু এই সফরে একাধিক চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে ভারতীয় দল। কারণ, রোহিত-কোহলির টেস্ট অবসরের পর জল্পনা ছিল অধিনায়ক কে হবেন, সেটা ছিল একটা বড় প্রশ্ন। 

প্রত্যাশামতোই সেই দায়িত্ব বর্তাল শুভমান গিলের উপর। এক অর্থে বলা যায়, শুরু হল নয়া গম্ভীর জমানা। সহ-অধিনায়ক ঋষভ পন্থ। তবে দলে জায়গা পেলেন না মহম্মদ শামি। মুম্বইয়ে বোর্ডের হেড কোয়ার্টারে মিটিংয়ের পর ১৮ সদস্যের দল ঘোষণা করলেন নির্বাচক প্রধান অজিত আগরকর। 

রোহিত শর্মা এবং বিরাট কোহলি অবসর নেওয়ার পর প্রথমবার কোনও টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে ভারত। ওপেনার হিসাবে দলে রয়েছেন যশস্বী জয়সওয়াল এবং লোকেশ রাহুল। সেই সঙ্গে অভিমন্যু ঈশ্বরণ এবং সাই সুদর্শনকে দলে নেওয়া হয়েছে। 

ফলে, রাহুলকে প্রয়োজনে মিডল অর্ডারে খেলানো হতে পারে। তিন নম্বরে খেলার জন্য শুভমন গিল রয়েছেন। ঘরোয়া ক্রিকেটে ভাল খেলে দলে জায়গা করে নিয়েছেন করুণ নায়ার। উইকেটরক্ষক হিসাবে দলে রয়েছেন ঋষভ পন্থ। তিনি দলের সহ-অধিনায়কও। দ্বিতীয় উইকেটরক্ষক হিসাবে দলে রয়েছেন ধ্রুব জুরেল। 

মিডল অর্ডার সামলানোর জন্য রয়েছেন ওয়াশিংটন সুন্দর, শার্দূল ঠাকুর, রবীন্দ্র জাডেজার মতো ক্রিকেটারেরা। পেস আক্রমণ সামলাবেন জসপ্রীত বুমরাহ। তাঁর সঙ্গে রয়েছেন মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, আকাশ দীপ এবং অর্শদীপ সিং। স্পিন বিভাগ সামলানোর জন্য রয়েছেন কুলদীপ যাদব।

ইংল্যান্ডের বিরুদ্ধে ২০ জুন প্রথম টেস্ট খেলতে নামবে ভারত। সেই ম্যাচটি হবে লিডসে। দ্বিতীয় টেস্ট ২ জুলাই থেকে, ম্যাঞ্চেস্টারে। তৃতীয় টেস্ট লর্ডসে, ১০ জুলাই থেকে। ২৩ জুলাই থেকে ম্যাঞ্চেস্টারে শুরু চতুর্থ টেস্ট। পঞ্চম তথা শেষ টেস্ট হবে লন্ডনের ওভালে, ৩১ জুলাই থেকে। তার আগে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে দু’টি বেসরকারি টেস্ট খেলবে ভারত। তারপর নিজেদের মধ্যে একটি আন্তর্দলীয় ম্যাচও খেলা হবে।

এখন একনজরে দেখে নিন ভারতীয় দল- শুভমন গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, সাই সুদর্শন, অভিমন্যু ঈশ্বরণ, করুণ নায়ার, নীতীশ রেড্ডি, রবীন্দ্র জাডেজা, ধ্রুব জুরেল, ওয়াশিংটন সুন্দর, শার্দূল ঠাকুর, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, আকাশ দীপ, অর্শদীপ সিং এবং কুলদীপ যাদব।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন