সমকালীন প্রতিবেদন : বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোঃ ইউনূস পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার রাতে এই তথ্য জানানো হয়, যার সূত্র ছিল ইউনূসের উপদেষ্টাদের সঙ্গে এক দীর্ঘ বৈঠক। সূত্রের খবর, ওই বৈঠকেই তিনি তাঁর হতাশার কথা তুলে ধরেন এবং নতুন একটি অন্তর্বর্তী সরকার গঠনের প্রস্তাব দেন।
বাংলাদেশের একটি দৈনিক সংবাদপত্র জানাচ্ছে, ইউনূস জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার পরিকল্পনাও করেছিলেন, যেখানে তিনি সরকার পরিচালনায় বিভিন্ন সমস্যার কথা জানাতে চেয়েছিলেন। ভাষণের খসড়া পর্যন্ত প্রস্তুত হলেও আপাতত তা স্থগিত রাখা হয়েছে।
বৃহস্পতিবার ঢাকায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক শেষে ইউনূস তাঁর পদত্যাগের ইচ্ছার কথা প্রকাশ করেন। তিনি বলেন, প্রতিদিনের আন্দোলন, বিক্ষোভ এবং রাজনৈতিক দলগুলোর অসহযোগিতায় তিনি হতাশ। সরকার পরিচালনায় বিভিন্ন বাধা ও সংস্কারের ক্ষেত্রে সহযোগিতা না পাওয়ায় তিনি কার্যত বিপর্যস্ত।
তিনি আরও জানান, দেশের বর্তমান পরিস্থিতিতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব হবে কি না, সে ব্যাপারেও তিনি সন্দিহান। এমনকি পুলিশ ব্যালট ছিনতাই ঠেকাতে পারবে কি না, সে নিয়েও সংশয় প্রকাশ করেন। এই পরিস্থিতিতে দায়িত্বে ব্যর্থতার দায় নিতে তিনি প্রস্তুত নন।
উল্লেখ্য, গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পর ৮ আগস্ট ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। লক্ষ্য ছিল সংস্কার শেষে নির্বাচন। কিন্তু এখনও পর্যন্ত কোনো নির্বাচন হয়নি। রাজনৈতিক দলগুলোর ক্রমবর্ধমান চাপ ও প্রশাসনিক অসহযোগিতার ফলে ইউনূস তাঁর দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চাইছেন বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে এখনো তাঁর পদত্যাগ চূড়ান্ত হয়নি। আলোচনা অব্যাহত রয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন