সমকালীন প্রতিবেদন : দিল্লি ক্যাপিটালসের সব আশা আপাতত শেষ। মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হেরে তারা আইপিএলের প্লে-অফের লড়াই থেকে ছিটকে গেল। চার নম্বর দল হিসেবে প্লে-অফে পৌঁছে গেল হার্দিক পান্ডিয়ার মুম্বই ইন্ডিয়ান্স। যদিও দুই দলেরই একটি করে ম্যাচ বাকি।
তবে মুম্বইকে আর ছাড়িয়ে যাওয়ার কোনও সম্ভাবনা নেই দিল্লির। কারণ ১৩ ম্যাচে ১৬ পয়েন্ট মুম্বইয়ের, সেখানে ১৩ ম্যাচে ১৩ পয়েন্ট দিল্লির। শেষ ম্যাচ জিতলেও, দিল্লির পয়েন্ট ১৫-র বেশি হবে না। প্লে-অফের চারটি দল নিশ্চিত হয়ে গেলেও প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ কারা হবে, সেটা এখনও ঠিক হয়নি। এই নিয়ে চার দলের মধ্যে লড়াই চলবে।
গুজরাট টাইটান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং পঞ্জাব কিংসের এখনও ২টি করে ম্যাচ বাকি। আর মুম্বইয়ের একটি ম্যাচ বাকি থাকল। শীর্ষে থাকা গুজরাটের পয়েন্ট এখন ১৮। আরসিবি এবং পঞ্জাবের পয়েন্ট ১৭ করে। আর মুম্বইয়ের ১৬।
তবে মুম্বইয়ের রানরেট অন্য দলগুলির চেয়ে ভালো। মুম্বই গুজরাটকে না ছুঁতে পারলেও আরসিবি, পঞ্জাবকে স্পর্শ করতে পারবে। সেক্ষেত্রে অবশ্য তাদের শেষ ম্যাচে পঞ্জাব কিংসকে হারাতে হবে। এবং পঞ্জাব আর আরসিবি-কে তাদের বাকি ২টি ম্যাচেই হারতে হবে। এখন দেখার, কোনও দল কোন পজিশনে শেষ করে!
আইপিএল ২০২৫-এর পয়েন্ট টেবিলের সর্বশেষ আপডেট দেখলে শীর্ষে রয়েছে গুজরাট টাইটান্স। তারা ১২ ম্যাচে ৯টি জয়, ৩টি হার নিয়ে ১৮ পয়েন্ট এবং নেট রানরেট +০.৭৯৫-তে দাঁড়িয়ে রয়েছে।
দ্বিতীয় স্থানে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কোহলির ফল ১২ ম্যাচে ৮টি জয়, ৩টি হার সহ ১৭ পয়েন্ট এবং নেট রানরেট +০.৪৮২ নিয়ে রয়েছে শক্ত পজিশনে। এরপর পঞ্জাব কিংস ১২ ম্যাচে ৮টি জয়, ৩টি হার সহ ১৭ পয়েন্ট এবং নেট রানরেট +০.৩৮৯ নিয়ে রয়েছে তৃতীয় স্থানে।
চতুর্থ স্থানে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স, পঞ্চম স্থানে রয়েছে দিল্লি ক্যাপিটালস, ষষ্ঠ স্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স, সপ্তম স্থানে রয়েছে লখনউ সুপার জায়ান্টস, অষ্টম স্থানে রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ, নবমে রাজস্থান রয়্যালস এবং দশম স্থানে রয়েছে চেন্নাই সুপার কিংস।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন