সমকালীন প্রতিবেদন : ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে এবং বিদেশে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরপর দু'টি টেস্ট সিরিজ হেরেছে ভারত। তারপরেই রোহিতের টেস্ট কেরিয়ার নিয়ে প্রশ্ন উঠেছিল, মনে করাই হয়েছিল যে, অবসর ঘোষণা শুধু সময়ের অপেক্ষা। এবছরের মাঝের দিকে ইংল্যান্ডের বিরুদ্ধে তিনি যে টেস্ট সিরিজের অংশ হবেন না, তা আগেই অনুমান করা গিয়েছিল।
এখন প্রশ্ন রোহিতের পর ভারতের টেস্ট অধিনায়ক কে? চারজনের রেসে এগিয়ে ২৫ বছরের এই আইপিএল নেতা! এর মধ্যে প্রথম নাম ঋষভ পন্থ। জাতীয় দলের উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ, লাল বলের ক্রিকেটে দেশের হয়ে ধারাবাহিকভাবে রান করে আসছেন। ৪৩ ম্যাচে ২৯৪৮ গড়ে ২৯৪৮ রান করেছেন। আগ্রাসী ক্রিকেট খেলার সঙ্গেই উইকেটের পিছনে থেকে তাঁর মূল্যবান ইনপুট নজর টানে। নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে যা কাজ করবে।
ঋষভের আইপিএল অধিনায়কত্বের রেকর্ডও বেশ নজরকাড়া। তাঁর জয়ের হার ৫৩.৭০ শতাংশ। পন্থ ছাড়াও তালিকায় রয়েছে কেএল রাহুলের নামও। রাহুল ভারতীয় টেস্ট দলের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড়দেরই একজন। ইতিমধ্যেই টেস্ট দলের নেতৃত্ব দিয়েছেন তিনি। এছাড়াও, ক্রিকেটের শীর্ষ স্তরে প্রয়োজনীয় ধৈর্য এবং অভিযোজন ক্ষমতা তাঁর ভীষণভাবেই রয়েছে।
ডানহাতি ব্যাটার ২০২২ সালের জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথমবার ভারতীয় টেস্ট দলের নেতৃত্ব দিয়েছিলেন। রাহুল তিনটি টেস্ট-সহ ১৬ ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়েছেন। তিন টেস্টে তিনি দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশের বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। প্রোটিয়াদের বিরুদ্ধে হারলেও টাইগার্সদের বিরুদ্ধে দুই ম্যাচে জিতেছেন।
ওডিআই-তে তাঁর নেতৃত্বে ভারত এখনও পর্যন্ত ১২টির মধ্যে ৮টি ম্যাচ জিতেছে এবং টিটোয়েন্টিআই-তে ৩৩ বছরের এই ব্যাটার ভারতকে একটি জয় এনে দিয়েছেন। জসপ্রীত বুমরার নামও রয়েছে এই তালিকায়। ভারতীয় দলের সুপারস্টার জসপ্রীত বুমরা। নক্ষত্র ফাস্ট বোলারের টেস্টে ভারতকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে। টেস্ট দলের সহ-অধিনায়কের দায়িত্বও সামলেছেন বুমরা।
যদিও বুমরার অধিনায়কত্বের অভিজ্ঞতা মাত্র তিন ম্যাচে সীমাবদ্ধ, তিনি ভারতীয় দলের একজন অত্যন্ত অভিজ্ঞ সদস্য। বুমরা ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে ভারতকে নেতৃত্ব দিয়েছেন। তিনি দু'টি টিটোয়েন্টিআই-তেও দলের নেতৃত্ব দিয়েছেন।
অনেকেই বুমরাকে আগামী দিনে ভারতীয় দলের টেস্ট অধিনায়ক হিসেবে দেখছেন। এছাড়াও ভারতীয় টেস্ট দলের অধিনায়ক হতে পারেন শুভমন গিল। গিল ভারতীয় দলের সবচেয়ে টেকনিক্যালি দক্ষ ব্যাটারদের একজন। গিল এখনও টেস্ট বা ওডিআই-তে ভারতকে নেতৃত্ব দেননি।
তবে তিনি পাঁচটি টিটোয়েন্টিআই-তে দলকে নেতৃত্ব দিয়েছেন। দল চারটিতেই জয় পেয়েছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তিনি গত মরসুম থেকে গুজরাত টাইটান্সের অধিনায়ক। ২৫ ম্যাচে ১৩টি জয় এবং ১০টি পরাজয় গিলের ঝুলিতে। কয়েকটি ম্যাচ কোনও ফলাফল ছাড়াই শেষ হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন