Breaking

Post Top Ad

Your Ad Spot

বুধবার, ২১ মে, ২০২৫

আইপিএল-এর পর বাংলায় শুরু হবে বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ

Bengal-Pro-T20-League

সমকালীন প্রতিবেদন : চূড়ান্ত পর্যায়ে আইপিএল। ইতিমধ্যে একাধিক দল বিদায় নিয়েছে টুর্নামেন্ট থেকে। এর মাঝেই নতুন এক টুর্নামেন্টের ঘোষণা হয়ে গেল। যা হল বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ। এবছর বাংলার এই টুর্নামেন্টের দ্বিতীয় সংস্করণ আয়োজিত হতে চলেছে। 

আর এবার এই টুর্নামেন্টের ম্যাসকট হিসাবে দেখা যাবে বাংলা সাহিত্যের চরিত্র 'বাঁটুল দি গ্রেট'-কে। কলকাতার এক হোটেলে লিগের ড্রাফটিং পর্ব শুরু হওয়ার আগে সিএবি-র তরফে এই ঘোষণা করা হয়।

নারায়ণ দেবনাথের অমর সৃষ্টি বাঁটুলকে ম্যাসকট করার বিষয়টি নিয়ে বিশেষভাবে উদ্যোগী হয়েছিল 'দীপ প্রকাশন'। এদিনের অনুষ্ঠানে দুই প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ও ঝুলন গোস্বামী, সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, দীপ প্রকাশনের তরফে দীপ্তাংশু মণ্ডল-সহ অন্যরা উপস্থিত ছিলেন। 

এদিন বিকাল চারটে থেকে ড্রাফটিং পর্ব শুরু হয়। মহিলাদের টি-টোয়েন্টি লিগের ড্রাফটিং অবশ্য আগেই হয়ে গিয়েছে। পুরুষদের ড্রাফটিংয়ে সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্স নেয় অনুষ্টুপ মজুমদারকে। মনোজ তিওয়ারিকেও এই টুর্নামেন্টে খেলতে দেখা যাবে। 

বাংলা টিম থেকে মনোজ অবসর নিলেও টি-টোয়েন্টি লিগে তিনি খেলবেন। বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগে আটটি দল খেলে। পুরুষদের পাশাপাশি মহিলাদের প্রতিযোগিতাও হয়। গত মরসুম থেকে এই প্রতিযোগিতা শুরু করেছে সিএবি। 

যা ঠিক আছে, জুন মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হতে পারে বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ। পুরুষ ও মহিলা দু'টো টি-টোয়েন্টি লিগই শুরু হবে একই দিনে। পুরুষ বিভাগের ম্যাচ হবে ইডেন গার্ডেন্সে। 

মহিলা বিভাগ হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সল্টলেক ক্যাম্পাসের মাঠে। প্রথম বছর এই টুর্নামেন্টে ভালো সাড়া পেয়েছিল সিএবি। এবার আরও মানুষের কাছে এই টুর্নামেন্ট পৌঁছে দেওয়ার উদ্যোগ নিচ্ছে বঙ্গ ক্রিকেটের নিয়ামক সংস্থা। 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন