Breaking

Post Top Ad

Your Ad Spot

শনিবার, ৮ মার্চ, ২০২৫

নারী দিবসে কোন উপহার ‌দেবেন আপনার আপনজন নারীকে?

 ‌

International-Women-Day

সমকালীন প্রতিবেদন : আন্তর্জাতিক নারী দিবসে আপনার প্রিয় নারীকে দিচ্ছেন কোন উপহার? ৮ই মার্চ দেশজুড়ে নারী দিবস পালনের বিশেষ দিনে কোন গিফ্টে আপনি সম্মান জানাবেন মা, স্ত্রী, মেয়ে, বোন, বন্ধু, গার্লফ্রেন্ড কিংবা সহকর্মীকে? স্পেশাল দিনে উপহার পেতে কার না ভালো লাগে? আপনিও চাইছেন স্পেশাল ফিল করাতে, কিন্তু বুঝতে পারছেন না কি উপহার দেওয়া উচিত। ১০ টিরও বেশি গিফ্ট আইডিয়া, আজ শেয়ার করব এই বিশেষ প্রতিবেদনে, যা আন্তর্জাতিক নারী দিবসের দিনে আপনি দিতে পারেন আপনার পছন্দের নারীকে।

তবে প্রথমেই জানিয়ে রাখি বছরের যে কোনো একটা দিন নয়। যে নারীরা অর্ধেক আকাশ, তারা মর্যাদা পাক ৩৬৫ দিন। আর আন্তর্জাতিক নারী দিবসে নারীদের সম্মান জানাতে শুধু শুভেচ্ছা নয়, তুলে দিন বিশেষ উপহারও। তবে একঘেয়ে জিনিস নয়। তাহলে কি হতে পারে সেই উপহার, তারই কিছু ধারণা থাকলো এই প্রতিবেদনে।

গাছ : নারীদের হাতে তুলে দিন গাছের চারা। সৌভাগ্য বয়ে নিয়ে আসে এইরকম বিশেষ কোনও গাছ যেমন মানি প্ল্যান্ট, চাইনিজ ব্যাম্বু। সেই গাছের টবও বেছে নিতে পারেন সুন্দর কোনও ডিজাইনের। 

হোমমেড চকোলেট : শুভ দিন মানেই মিষ্টিমুখ। আর চকোলেট পছন্দ করেন না, এইরকম মানুষ খুবই কম আছেন। তাই এই বছরের নারী দিবসে বাজার চলতি খুব সাধারণ কোনও চকোলেট না কিনে, আপনার জীবনের নারীদের উপহার দিন বাড়িতে তৈরি চকোলেট। 

ডিফিউজার : উপহার দিতে পারেন ডিফিউজার। গোটা বাড়ি সুগন্ধতে মম করলে মন থাকে ভালো। আর এসেন্সিয়াল অয়েল শেষ হলেও চিন্তা নেই। পড়ে তিনি নতুন কোনও মন পসন্দ ফ্লেভারের তেল কিনে নিতে পারবেন সহজেই।  

সুগন্ধী : মনে রাখবেন ভালো গন্ধ সকলেরই পছন্দ। আর মেয়েরা পারফিউম একটু বেশিই পছন্দ করেন। তাই আপনার পছন্দের নারীদের উপহার দিতে পারেন পারফিউম বা ডিও।  

মেকআপ প্রোডাক্ট : নিজেকে সাজাতে ভালবাসেন না, এমন মেয়ের সংখ্যা হাতে গোনা। বেশির ভাগ মেয়েরাই কম-বেশি মেকআপ পছন্দ করেন। তাই আপনার সাধ্য মতো এবং যাকে দেবেন, তাঁর রুচি জানলে, কিনে ফেলুন কোনও মেকআপের সামগ্রী।

মেকআপ কিট ব্যাগ : সকলের প্রয়োজন হয় কিট ব্যাগ। বাজারে কিংবা অনলাইনে নিত্যনতুন রকমারি এই ধরণের ব্যাগ এখন পাওয়া যায়। যেখানে প্রয়োজনীয় এবং পছন্দসই জিনিস সহজেই গুছিয়ে রাখা যায়। এই জিনিসটা কিন্তু বেশ কাজের। 

শাড়ি : এছাড়া দিতে পারেন সুন্দর একটা শাড়ি। বেশিরভাগ মেয়েদের পছন্দের তালিকায় থাকে শাড়ি। আর বাঙালিদের তো ঢাকাই শাড়ির প্রতি আলাদা টান। নারী দিবস উপলক্ষে ঢাকাই, হ্যান্ডলুম বা তার পছন্দসই কোনও শাড়ি দিতেই পারেন উপহার হিসাবে। 

লক্ষ্মী : নিশ্চয়ই জানেন গণেশ শুভ। আর রুপোর লক্ষ্মী-গণেশে সংসারে মঙ্গল হয়। তাই নারী দিবসে এই উপহার পেলে আপনার পছন্দের নারী খুশিই হবেন নিঃসন্দেহে। ফলে নিঃসঙ্কোচে আপনি দিতে পারেন এই উপহার। 

এছাড়াও কী উপহার দেবেন সেই সিদ্ধান্ত না নিতে পারলে কিংবা কেনাকাটার সময় না থাকলে, নিশ্চিন্তে তাঁর হাতে তুলে দিন কোনও 'গিফট হ্যাম্পার'। অথবা নিজের হাতে রান্না করে খাওয়ান যে কোন একটা দুর্দান্ত পদ। আর বাজেট একটু বেশি থাকলে, নারী দিবসে উপহার দিতে পারেন প্রয়োজনীয় কোনও অ্যাপ্লায়েন্স।  

তবে মনে রাখা দরকার উদযাপনের আতিশয্য নয়, প্রকৃত সমস্যার সমাধান হোক। নারীর অধিকার, টিকে থাকার লড়াই, অস্তিত্ব রক্ষার লড়াই সহজ হোক। যে নারী মা, বোন, স্ত্রী অথবা প্রেমিকা, বছরের একটা দিন নয় প্রতিটা দিনে তাঁদের পাশে থেকে তাঁদেরকে দিন প্রাপ্র্য সম্মান, মর্যাদা আর ভালবাসা।‌



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন