সমকালীন প্রতিবেদন : একের পর এক টেস্ট সিরিজে হেরে ধুঁকতে থাকা ভারতীয় দলকে জয়ের ধারায় ফিরিয়েছে সূর্যকুমারের নেতৃত্বাধীন তরুণ দল। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচে ইডেনে দলকে জেতাতে বড় ভূমিকা পালন করেন অভিষেক শর্মা ও বরুণ চক্রবর্তী। চেন্নাইয়ে সেই দায়িত্ব পালন করলেন তিলক বর্মা। তাঁর ৫৫ বলে ৭২ রানের সাহসী ইনিংসের উপর ভর করে দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছে টিম ইন্ডিয়া। সেই সঙ্গে তিলক একটি ‘বিরল’ রেকর্ডও গড়েছেন।
আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে আউট না হয়ে সর্বাধিক রান করার রেকর্ড গড়েছেন তিলক বর্মা। এখনও পর্যন্ত অপরাজিত থেকে তিনি মোট ৩১৮ রান করেছেন। অপরাজিত ১৯, অপরাজিত ১২০, অপরাজিত ১০৭ এবং অপরাজিত ৭২ রানের চারটি অপরাজিত ইনিংস খেলে এই নজির গড়েছেন ভারতের এই তরুণ ব্যাটার। এর আগে এই রেকর্ডটি ছিল নিউজিল্যান্ডের মার্ক চ্যাপম্যানের।
তিনি আউট না হয়ে টানা ২৭১ রান করেছিলেন। কিন্তু এখন কিউয়ি ব্যাটারের এই শিরোপা ছিনিয়ে নিয়েছেন তিলক বর্মা। তালিকায় পরবর্তী স্থানে রয়েছেন শ্রেয়স আইয়ার, যিনি আউট না হয়ে করেছিলেন ২৪০, অ্যারন ফিঞ্চ যিনি নট-আউট থেকে করেছিলেন ২৪০ এবং ডেভিড ওয়ার্নার, যাঁকে টানা ২৩৯ রান করার আগে আউট করা যায়নি।
তবে তিলক বর্মা সকলকে ছাপিয়ে গেলেন। তিলক বর্মা তাঁর আন্তর্জাতিক টি-২০ কেরিয়ারে ২১ ইনিংসে ৭০৭ রান করেছেন। তাতে তাঁর ব্যাটিং গড় ৫৮.৯২। তিন নম্বর পজিশনে তিলকের ব্যাটিং পারফরম্যান্স আরও চমকপ্রদ।
তিন নম্বরে ব্যাটিং করে ১১ ইনিংসে তিনি করেছেন ৪১৯ রান, যেখানে তাঁর গড় ৬৯.৮৩ এবং স্ট্রাইক রেট ১৭১। রোহিত শর্মা বলেছিলেন, তিলক ‘সব ধরণের ফরম্যাটের খেলোয়াড়’ হতে চলেছেন। ইতিমধ্যে তিনি টি-২০ ফরম্যাটে দক্ষতার প্রমাণ দিয়েছেন। এবার বাকি ফরম্যাটেও দাপট দেখাতে তৈরী তিলক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন