Breaking

Post Top Ad

Your Ad Spot

সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫

বইপ্রেমীদের জন্য দারুণ সুখবর! বইমেলার জন্য বিশেষ মেট্রো পরিষেবা, সময়সূচি জেনে নিন

 ‌

Special-metro-for-book-fair

সমকালীন প্রতিবেদন : অপেক্ষার অবসান! ২৮ জানুয়ারি থেকে শুরু হচ্ছে কলকাতা বইমেলা ২০২৫। আর এই সুবর্ণ সুযোগে বইপ্রেমীদের যাত্রা আরও সহজ করতে বড় সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো। শিয়ালদা-সেক্টর ফাইভ রুটে এবার চালু হচ্ছে বিশেষ মেট্রো পরিষেবা, যাতে বইমেলায় আসা-যাওয়ায় কোনো অসুবিধা না হয়। বইমেলা উপলক্ষে বাড়তি মেট্রো পরিষেবা রবিবারও চালু থাকবে।

প্রতিবছরের মতো এবারও সল্টলেকের সেন্ট্রাল পার্ক ময়দানে বসছে বইমেলার আসর, যা চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। আর এই সময় বইপ্রেমীদের সুবিধার কথা মাথায় রেখে কলকাতা মেট্রো একগুচ্ছ বিশেষ উদ্যোগ নিয়েছে। সাধারণত শিয়ালদা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত সপ্তাহের প্রথম ছ’দিন ১০৬টি ট্রেন চলাচল করে। তবে বইমেলার দিনগুলোতে এই সংখ্যা বেড়ে হবে ১২২টি। অর্থাৎ, যাত্রীদের জন্য আরও বেশি সংখ্যক মেট্রো চলবে আপ ও ডাউন লাইনে।

সপ্তাহের প্রতিদিনই চলবে এই বিশেষ পরিষেবা, এমনকি রবিবারও মেট্রো পাওয়া যাবে! কোন সময় মিলবে প্রথম ও শেষ মেট্রো? বইমেলার দিনগুলিতে কলকাতা মেট্রোর সময়সূচি হল– শিয়ালদা থেকে সেক্টর ফাইভের উদ্দেশ্যে প্রথম মেট্রো সকাল ৬টা ৫৫ মিনিটে। সেক্টর ফাইভ থেকে শিয়ালদার উদ্দেশ্যে প্রথম মেট্রো সকাল ৭টা ৫ মিনিটে। শিয়ালদা থেকে শেষ মেট্রো রাত ৯টা ৩৫ মিনিটে এবং সেক্টর ফাইভ থেকে শেষ মেট্রো রাত ৯টা ৪০ মিনিটে।

১২ মিনিট অন্তর মিলবে মেট্রো, ভিড় সামলাতে বিশেষ ব্যবস্থাও নেওয়া হয়েছে। বইমেলা চলাকালীন দুপুর ২টা ৫ মিনিট থেকে রাত ৯টা ১৫ মিনিটের মধ্যে প্রতি ১২ মিনিট অন্তর মেট্রো পরিষেবা পাওয়া যাবে। ফলে যাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হবে না, যেকোনো সময় সহজেই মেট্রো পেয়ে যাবেন।

এছাড়াও, করুণাময়ী ও সেন্ট্রাল পার্ক স্টেশন থাকবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকায়। কারণ, বইমেলায় যাওয়া-আসার জন্য এই স্টেশন দু’টি সবচেয়ে বেশি ব্যবহৃত হবে। যাত্রীদের অতিরিক্ত ভিড় সামলাতে এই স্টেশনগুলোতে থাকবে বিশেষ নিরাপত্তা ও পরিচালন ব্যবস্থা।

প্রতিবছর কয়েক লক্ষ মানুষ কলকাতা বইমেলায় ভিড় জমান, যার মধ্যে অনেকেই মেট্রোর ওপর নির্ভর করেন। তাই এবার কলকাতা মেট্রোর এই উদ্যোগ নিঃসন্দেহে বইপ্রেমীদের জন্য দারুণ স্বস্তির খবর। বিশেষ করে যারা দূর-দূরান্ত থেকে আসেন, তাদের জন্য এই বাড়তি মেট্রো পরিষেবা অনেকটাই যাত্রা সহজ করে তুলবে। তাই, বইয়ের গন্ধে মাততে প্রস্তুত তো? প্ল্যান করে ফেলুন এখনই!‌





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন