Breaking

Post Top Ad

Your Ad Spot

শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪

অস্ট্রেলিয়ার মাটিতে একাধিক নজির তরুণ ভারতীয় ক্রিকেটারের

 

Boxing-Day-Test

সমকালীন প্রতিবেদন : বক্সিং ডে টেস্টে ভারতীয় ক্রিকেট দলকে লজ্জার হাত থেকে বাঁচালেন নীতিশ কুমার রেড্ডি। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্ট ম্যাচ খেলতে নেমেছে রোহিত শর্মার দল। এই ম্যাচের তৃতীয় দিন নীতিশের ব্যাট থেকে একটি ঝকঝকে সেঞ্চুরি বেরিয়ে আসে। আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে এটাই নীতিশের প্রথম একশো রান। যদিও এর আগে হাফ সেঞ্চুরি করার পর 'পুষ্পা' স্টাইলে সেলিব্রেট করলেন নীতিশ রেড্ডি। 

ইতিমধ্যে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। ২১ বছর বয়সি এই ভারতীয় ক্রিকেটার ক্যাঙারু পেসার মিচেল স্টার্কের বলে অফ সাইডে একটি বাউন্ডারি হাঁকিয়ে নিজের হাফসেঞ্চুরি পূরণ করেন। তারপরই অভিনব কায়দায় সেলিব্রেট করেন এই তরুণ ভারতীয়। মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বক্সিং ডে টেস্টের প্রথম ইনিংসে ধুঁকতে থাকা ভারতীয় ইনিংসকে নির্ভরতা দেন নীতীশ রেড্ডি। 

নিজে দুর্দান্ত ব্যাট করার পাশাপাশি ওয়াশিংটন সুন্দরের সঙ্গে অষ্টম উইকেটের জুটিতে একশোর বেশি রান যোগ করেন তিনি। এই আবহে নীতীশ ভাঙেন কুম্বলের ১৬ বছর আগের রেকর্ড। ২০০৮ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাডিলেড টেস্টের প্রথম ইনিংসে আট নম্বরে ব্যাট করতে নেমে কুম্বলে ২০৫ বলে ৮৭ রান করে আউট হয়েছিলেন। এতদিন সেটাই ছিল অস্ট্রেলিয়ার মাটিতে কোনও ভারতীয়র সেরা ইনিংস। তবে আজ সেই রেকর্ডের মালিক হলেন নীতীশ।  

পাশাপাশি, তৃতীয় কনিষ্ঠ ভারতীয় হিসেবে অস্ট্রেলিয়ায় শতরান করলেন তিনি। মাত্র ২১ বছর ৩১৪ দিন বয়সে শতরান হাঁকিয়ে রেকর্ডবুকে নাম তুললেন নীতিশ। সচিন তেন্ডুলকর এবং ঋষভ পন্থের পর তৃতীয় কনিষ্ঠ ভারতীয় হিসেবে অস্ট্রেলিয়ায় সেঞ্চুরি করলেন তিনি৷ ১৯৯২ সালে মাত্র ১৮ বছর ২৫৩ দিন বয়সে সিডনিতে শতরান এসেছিল মাস্টার-ব্লাস্টারের ব্যাটে৷ 

দ্বিতীয় কনিষ্ঠ হিসেবে ২০১৯ সালে পন্ত সিডনিতে শতরান করেছিলেন ২১ বছর ৯১ দিন বয়সে। এছাড়াও, সফরকারী দলের ব্যাটার হিসেবে অজিভূমে একটি টেস্ট সিরিজে সর্বাধিক ছক্কা হাঁকানোর নজির গড়লেন নীতিশ রেড্ডি। এদিন শতরান পূর্ণ করার পথে একটিই ছক্কা হাঁকিয়ে রেকর্ডে নাম তুলে নেন ভারতীয় ব্যাটার। অবশ্য মাইকেল ভন এবং ক্রিস গেইলের সঙ্গে যুগ্মভাবে এই রেকর্ডের মালিক তিনি। 





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন