Breaking

Post Top Ad

Your Ad Spot

রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪

ভারত হারলেও নজির গড়লেন যশস্বী জয়সওয়াল

 

Yasswi-Jaiswal

সমকালীন প্রতিবেদন : নিউজিল্যান্ডের বিরুদ্ধে পুণে টেস্টের দ্বিতীয় ইনিংসে ঝোড়ো হাফ-সেঞ্চুরি করার পর দুর্দান্ত ব্যক্তিগত নজির গড়লেন ভারতের তরুণ তারকা যশস্বী জসওয়াল। গত ৪৫ বছরে যে কৃতিত্ব আর কোনও ভারতীয় ক্রিকেটার অর্জন করতে পারেননি, শনিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সেই নজির গড়লেন যশস্বী জসওয়াল। 

এক্ষেত্রে তিনি এক আসনে বসে পড়লেন দুই কিংবদন্তির সঙ্গে। সুনীল গাভাসকর ও গুণ্ডাপ্পা বিশ্বনাথের নজিরের সঙ্গে এবার জুড়ে গেল যশস্বীর নামটিও। কিন্তু কি এই নজির? আসলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পুণে টেস্টের দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত হাফ-সেঞ্চুরি করেন যশস্বী জসওয়াল। 

তিনি ৬৫ বলে ৭৭ রানের আগ্রাসী ইনিংস খেলেন। মারেন ৯টি চার ও ৩টি ছক্কা। এমন আগ্রাসী অর্ধশতরানের পথে যশস্বী জসওয়াল ২০২৪ সালে ঘরের মাঠে ১০০০ টেস্ট রান পূর্ণ করেন। চলতি ক্যালেন্ডার বর্ষে ঘরের মাঠে যশস্বীর টেস্ট রান দাঁড়ায় ১০২৫। 

উল্লেখযোগ্য বিষয় হল, যশস্বী ভারতের তৃতীয় ক্রিকেটারে পরিণত হলেন, যিনি এক ক্যালেন্ডার বর্ষে ঘরের মাঠে টেস্টে ১০০০ রানের গণ্ডি টপকালেন। এর আগে এই কৃতিত্ব অর্জন করেছেন কেবলমাত্র সুনীল গাভাসকর ও গুণ্ডাপ্পা বিশ্বনাথ। গাভাসকর ও বিশ্বনাথ উভয়েই ১৯৭৯ সালে এমন নজির গড়েন। 

সেবছর গাভাসকর ঘরের মাঠে টেস্টে ১০৪৭ রান সংগ্রহ করেন। বিশ্বনাথ সংগ্রহ করেন ১০১৩ রান। অর্থাৎ, গাভাসকরদের দীর্ঘ ৪৫ বছরের পুরনো নজির ছুঁলেন যশস্বী। এছাড়াও, ঘরের মাঠে এক ক্যালেন্ডার বর্ষে সব থেকে বেশি টেস্ট রান সংগ্রহকারী ভারতীয় ব্যাটসম্যানদের তালিকায় যশস্বী জসওয়াল ইতিমধ্যেই বিশ্বনাথকে টপকে গিয়েছেন। 

সামনে রয়েছেন শুধু গাভাসকর। মুম্বইয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় তথা শেষ টেস্টে ২৩ রান করলেই গাভাসকরের সর্বকালীন রেকর্ড ভেঙে দেবেন জসওয়াল। তাই এটা বলাই যায় যে, আগামী টেস্টে আরো এক বিরল নজির গড়তে পারেন ভারতের এই তরুণ তুর্কি। 





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন