সমকালীন প্রতিবেদন : বৃষ্টিতে ভাসতে চলেছে রাজ্যের ১১টি জেলা, এমনই জানাল আলিপুর আবহাওয়া দফতর। শুধু বৃষ্টিই নয়, সেই সঙ্গে বজ্রবিদ্যুতের সতর্কতাও জারি করা হয়েছে রাজ্যের ১১টি জেলায়। আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, আজ সন্ধের মধ্যেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি আসছে জেলাগুলিতে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, শুধু শুক্রবার নয়, আগামী কয়েকদিন ধরেই চলবে এই বৃষ্টি। বাংলার উপর নিম্নচাপের প্রভাবে আরও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। দিনভর দফায় দফায় বৃষ্টি চলবে।
যে জেলাগুলিতে সতর্কতা জারি করা হয়েছে, তার মধ্যে রয়েছে- বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি এবং ঝাড়গ্রাম জেলায়। তবে ভারী বৃষ্টি না হলেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা সহ অন্যান্য জেলায়।
এর আগে পাঁচদিন ধরে বাংলাদেশে একটানা দাঁড়িয়ে ছিল নিম্নচাপ। নিম্নচাপের জেরে ত্রিপুরা, বাংলাদেশেও ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। যার জেরে বাংলাদেশের বিভিন্ন জেলা এখন প্লাবিত। আর এবার বাংলা হয়ে ঝাড়খণ্ডের দিকে নিম্নচাপ সরে যাবে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।
নিম্নচাপের জেরে উত্তাল হতে পারে বঙ্গোপসাগরে। ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। শনিবার ও রবিবার পশ্চিমবঙ্গ এবং ওড়িশার মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
আলিপুর হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী, মৌসুমী অক্ষরেখা বিহার থেকে বাংলার ওপর দিয়ে নিম্নচাপ এলাকা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। আর উত্তর বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, এছাড়া ঘূর্ণাবর্ত রয়েছে ঝাড়খণ্ড এবং উত্তরপ্রদেশেও।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন