Breaking

Post Top Ad

Your Ad Spot

শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪

তুলেছিলেন ‘নো মিনস নো, ইয়েস মিনস ইয়েস’ শ্লোগান, জানুন এই তরুণীর আসল পরিচয়

 ‌

Bangladeshi-girl-Ela

সমকালীন প্রতিবেদন : ‌‘হয়ারএভার আই গো, হাউএভার আই ড্রেস, নো মিনস নো, ইয়েস মিনস ইয়েস’… আর জি কর কান্ড প্রসঙ্গে স্যোশাল মিডিয়ায় ঘুরতে থাকা মাত্র ৫ সেকেন্ডের এই ভিডিও নাড়া দিয়েছে অনেককেই। কিন্তু জানেন কি, ভিডিওতে দেখতে পাওয়া এই মেয়েটি আসলে কে? তাঁর বাড়ি কোথায়? কেনই বা এমন শ্লোগান তুললেন তিনি?

সাম্প্রতিক সময়ে আর জি করে তরুণী চিকিৎসকের মৃত্যু ঘিরে তোলপাড় হয়ে উঠেছে গোটা দেশ। শুধুমাত্র ভারত নয়, প্রতিবাদের এই ঝড় দেশের সীমানা পেরিয়ে ছড়িয়ে গিয়েছে বিভিন্ন দেশে। সেরকমই পড়শি দেশ বাংলাদেশও এই ঘটনার প্রতিবাদে সোচ্চার হয়েছিল।

জানলে অবাক হবেন, এই ভিডিওটি বাংলাদেশের। এমনকি এই তরুণী ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেভেলিউশনারি স্টুডেন্ট ইউনিটি- বিপ্লবী ছাত্র মৈত্রীর সহ সভাপতি। তিনি জীবনে কোনদিন কলকাতাতে আসেননি। অবাক হচ্ছেন তাই তো! অনেকেই ভাবছেন, তাহলে এই মোমবাতি মিছিলের প্রতিবাদের ভিডিওটি কোন সময়ে করা হল?

নেটদুনিয়ায় অনেকেই এই ভিডিওটিকে আবার কলকাতার বলে চালিয়ে, সেখানে লোকেশন হিসাবে কলকাতার নামও লিখেছেন। কিন্তু এই ভিডিওটি ভাইরাল হওয়ার পর, ক্ষুব্ধ বাংলাদেশীদের মধ্যে অনেকেই ভারতকে বিঁধে কমেন্ট করেছেন। 

কেউ কেউ বলেছেন, ‘ভারতীয়দের নিজেদের অভ্যাস বলে কোন কিছুই নেই। অন্যের ভালো কিছু দেখলেই, সেটা নিজের বলে চালিয়ে দেয়’। আবার আর একজন লিখেছেন, ‘এটা তো আমাদের বাংলাদেশের মেয়ে ইলা’। হ্যাঁ মেয়েটির নাম ইলা। 

বাংলাদেশের একজন বামপন্থী ছাত্রনেত্রী হওয়ার পাশাপাশি ইলা আবার ‘ডিমোক্রেজি ক্লাউনস্’ নামের এক মিউজিক্যাল ব্যান্ডের সদস্যা। তাঁর এই ভিডিও নিয়ে নানারকম তর্ক বিতর্ক চলছে 

সেইসময় স্যোশাল মিডিয়ায় ১০ হাজার ফলোয়ার থাকা ইলা জানান, ‘আমি জীবনে কোনদিন কলকাতা যাইনি। এই ভিডিওটা আমার ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাসে প্রতিবাদ করার সময়কার। প্লিজ কেউ ভুল তথ্য ছড়াবেন না’।

উল্লেখ্য, কলকাতার আর জি কর কান্ডের প্রতিবাদে কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে ‘ঢাকা টু কলকাতা’ নামের একটা প্রতিবাদ মিছিল হয়েছিল। আর সেই মিছিলে যোগ দিয়েই এমন শ্লোগান তুলছিলেন ইলা।‌ তাঁর এই প্রতিবাদী কন্ঠকে স্যালুট জানাচ্ছেন এপার বাংলার অনেকেই।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন