Breaking

Post Top Ad

Your Ad Spot

রবিবার, ৬ জুলাই, ২০২৫

একসঙ্গে চার সন্তানের জন্ম, হতবাক চিকিৎসকেরা — গর্ভে ছিল ‘তিনটি’, জন্ম নিল চারটি শিশু

 

Four-children-born-together

সমকালীন প্রতিবেদন : চিকিৎসকদের ধারণা ছিল, প্রসূতির গর্ভে রয়েছে তিন সন্তান। সেই অনুযায়ীই চলছিল নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা। কিন্তু প্রসবের সময় সবাইকে চমকে দিয়ে একে একে পৃথিবীর আলো দেখে চারটি ফুটফুটে শিশু। ঘটনা হাওড়ার বাগনানের এক বেসরকারি হাসপাতালে। চিকিৎসকদের দাবি, একসঙ্গে চার সন্তানের জন্ম—তাও আবার নর্মাল ডেলিভারিতে—এ একেবারে বিরল ঘটনা।

শিশুদের মধ্যে তিনজন কন্যা ও একজন পুত্র। জানা গিয়েছে, সময়ের আগেই, অর্থাৎ সাড়ে সাত মাসে প্রসব যন্ত্রণা শুরু হয় সঙ্গীতার। শুক্রবার তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে আসেন পরিবারের লোকজন। সেখানে তাঁকে তড়িঘড়ি লেবার রুমে স্থানান্তরিত করা হয়। সঙ্গীতার প্রসব করান চিকিৎসক অভিজিৎ মজুমদারের নেতৃত্বে একটি মেডিক্যাল টিম। উপস্থিত ছিলেন দুই ওটি অ্যাসিস্ট্যান্ট সুব্রত ভৌমিক ও সনিয়া দাস।

চিকিৎসকরা জানিয়েছেন, আলট্রাসোনোগ্রাফিতে গর্ভে তিনটি শিশুর অস্তিত্ব ধরা পড়েছিল। কিন্তু চতুর্থ সন্তানের কথা তাঁরা আঁচ করতে পারেননি। সে কারণেই এই ঘটনা তাঁদের কাছে একেবারে অপ্রত্যাশিত। যেহেতু শিশুগুলি প্রিম্যাচিওর, তাই জন্মের পরই তাদের বিশেষ চিকিৎসার প্রয়োজন হয়। বর্তমানে চার নবজাতককে পাঠানো হয়েছে কলকাতার একটি শিশু হাসপাতালে।

সঙ্গীতার শারীরিক অবস্থা স্থিতিশীল। তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। হাসপাতালের তরফ থেকে জানানো হয়েছে, ‘‘এই ধরনের ঘটনা সচরাচর ঘটে না। অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও স্মরণীয় একটি মুহূর্ত ছিল আমাদের কাছে। আমরা মা ও শিশুদের সুস্থতা কামনা করি।’’

প্রসঙ্গত, বাগনানের বাসিন্দা সঙ্গীতা ও কার্তিক অধিকারীর দাম্পত্যজীবন ছ’বছরের। অনেকদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে একসঙ্গে চার সন্তানের জন্ম তাঁদের জীবনে অনন্য মুহূর্ত হয়ে উঠেছে। পরিবারে এখন উৎসবের আবহ। শিশুদের সুস্থতার প্রার্থনায় দিন কাটছে কার্তিক-সঙ্গীতাদের।‌




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন