সমকালীন প্রতিবেদন : আর জি কর হাসপাতালের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনার প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে শুক্রবার বিশাল মিছিল হলো বনগাঁ শহরে। 'সচেতন নাগরিক মঞ্চ' নাম দিয়ে এই প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় সেখানে যেন প্রতিনিধিদের পাশাপাশি সমাজের বিভিন্ন স্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
একদিন বিকেলে 'সচেতন নাগরিক মঞ্চ' এর পক্ষ থেকে আয়োজিত এই প্রতিবাদ মিছিল শুরু হয় বনগাঁর ১ নম্বর রেলগেট এলাকা থেকে হাতে ব্যানার, প্ল্যাকার্ড নিয়ে এই মিছিলে পা মেলান সমাজের বিভিন্ন স্তরের নাগরিকেরা। উপস্থিত ছিলেন বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনীয়াও।
মিছিল যশোর রোড ধরে বাটা মোড়, রাখালদাস সেতু, মতিগঞ্জ ঘড়ি মোড়, রায় ব্রিজ, ত্রিকোণ পার্ক, ঘুরে বাটা মোড়ে শেষ হয়। সেখানে বক্তব্য রাখেন একাধিকজন। প্রতিবাদ মিছিল থেকে আর জি কর কাণ্ডে দোষীদের চিহ্নিত করে তাদের ফাঁসি দেওয়ার পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের দাবি করা হয়।
এদিকে, এর আগে এদিন বিকেলে বনগাঁর বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং প্রাইভেট টিউশনের সঙ্গে যুক্ত শিক্ষক, শিক্ষিকারাও। তাদের এই মিছিল বনগাঁর নীলদর্পণ থেকে শুরু করে স্কুল রোড, কোর্ট রোড, বাটা মোড় হয়ে যশোর রোড ধরে এক নম্বর রেলগেটে শেষ হয়।
অন্যদিকে, একই ইস্যুতে এদিন রাজ্যজুড়ে বিজেপির ডাকে থানা ঘেরাও কর্মসূচি নেওয়া হয়। সেই কর্মসূচির অঙ্গ হিসেবে এদিন দুপুরে বনগাঁ থানার সামনেও বিক্ষোভ দেখান বিজেপির নেতাকর্মীরা।
একই কর্মসূচিতে এদিন উত্তর ২৪ পরগনার ঘোলা থানা এলাকায় অংশ নেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, এদিন রাজ্যে তিনশরও বেশি থানায় এই বিক্ষোভ কর্মসূচি হয়েছে। অনেক জায়গাতেই পুলিশের ব্যারিকেড ভেঙ্গে থানার ভেতরে ঢোকার চেষ্টা করেন বিজেপি কর্মীরা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন