Breaking

Post Top Ad

Your Ad Spot

শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪

বিসিসিআই ছেড়ে আইসিসির চেয়ারম্যান পদে যোগ দিচ্ছেন জয় শাহ?

Jai-Shah

সমকালীন প্রতিবেদন : গত জুলাই মাসে যে খবরে ভারতীয় ক্রিকেট মহলে ঝড় উঠেছিল, সেই খবরেই কার্যত সিলমোহর পড়ে গেল। কারণ, এবার ভারতীয় ক্রিকেট বোর্ড ছাড়তে চলেছেন জয় শাহ। এর কারণটা লুকিয়ে রয়েছে আইসিসি-র অন্দরেই। 

বর্তমান আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলে জানিয়ে দিয়েছেন যে, তিনি আইসিসি-র চেয়ারম্যান পদে আর লড়বেন না। তার পরেই জল্পনা তৈরি হয়েছে জয় শাহকে নিয়ে। শোনা যাচ্ছে, ভারতীয় বোর্ডের সচিবের পদ ছেড়ে এবার বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ পদে বসতে চাইছেন জয় শাহ। আগামী ২৭ অগস্টের মধ্যেই তার উত্তর পাওয়া যাবে।

আগামী ৩০ নভেম্বর নিউজিল্যান্ডের বার্কলের মেয়াদ শেষ হচ্ছে। সেই কারণে এই পদের আগামীর দাবিদারদের ২৭ অগস্টের মধ্যে মনোনয়ন জমা দিতে হবে। যদি একের বেশি মনোনয়ন জমা পড়ে, তা হলে নির্বাচন হবে। 

সেক্ষেত্রে, ১৬টি ভোটের মধ্যে ৯টি ভোট পেলেই চলবে জয় শাহের। আগে দুই-তৃতীয়াংশের সমর্থন দরকার হতো। এখন সেই নিয়ম বদলেছে। এদিকে, বিশ্ব ক্রিকেটে এই মুহূর্তে অন্যতম প্রভাবশালী জয় শাহ। তাঁর পক্ষে সমর্থন রয়েছে একাধিক দেশের। 

তিনি আইসিসি চেয়ারম্যান পদে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলে বিপক্ষ হয়তো কেউ না-ও দাঁড়াতে পারেন। সেক্ষেত্রে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে আইসিসি-তে চলে যাবেন জয় শাহ। এই মুহূর্তে তিনি আইসিসি-র অর্থ এবং বাণিজ্যিক কমিটির প্রধান। 

তবে আইসিসি-তে গেলে বোর্ডের পদ ছাড়তে হবে জয় শাহকে। লোধা কমিটির প্রস্তাব অনুযায়ী, ২০২৫ সালের অক্টোবর মাসের পর বাধ্যতামূলক কুলিং-অফে চলে যেতে হবে জয় শাহকে। তাই বোর্ডের পদ ছেড়ে দিয়ে তিনি আইসিসি-র চেয়ারম্যান হতে পারেন বলে জানা গিয়েছে। 

এই মুহূর্তে, আইসিসি-র ইতিহাসে কনিষ্ঠতম চেয়ারম্যান হওয়ার সুযোগ রয়েছে জয় শাহের কাছে। কারণ, অতীতে জগমোহন ডালমিয়া, শরদ পওয়ার, এন শ্রীনিবাসন এবং শশাঙ্ক মনোহরের মতো ভারতীয়রা আইসিসি-র চেয়ারম্যান হয়েছেন। 

তবে তাঁরা কেউই এত কম বয়সে এই পদে আসীন হতে পারেননি। তবে জয় শাহর বয়স এখন ৩৫ বছর। তাই তিনি এই পদের জন্য নির্বাচিত হলে তা যে একটি রেকর্ড হতে চলেছে, তাতে কোনো সন্দেহ নেই। 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন