সমকালীন প্রতিবেদন : আভ্যন্তরীন সমস্যার কারণে এখনও পরিস্থিতি পুরোটা স্বাভাবিক নয় বাংলাদেশে। সেখানে তদারকি সরকারের তত্ত্বাবধানে চলছে দেশ। আর এমন পরিস্থিতিতে চিন্তিত এপার বাংলার ইলিশ ব্যবসায়ীরা। পুজো উপলক্ষ্যে ফি বছর বাংলাদেশ থেকে যে পদ্মার ইলিশ এদেশে আমদানি হতো, তা এবছর হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
বাঙালির প্রিয় পদ্মার ইলিশ বহু বছর ধরেই বাংলাদেশ থেকে এদেশে আমদানি হয়ে আসছে। বাংলাদেশের আভ্যন্তরিন জটিলতার কারণে ২০১২ সালে সেই ইলিশ আমদানি সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
সেখানকার তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে জটিলতা কাটিয়ে অবশেষে ২০১৯ সাল থেকে 'দুর্গাপুজোর উপহার' হিসেবে নির্দিষ্ট পরিমান পদ্মার ইলিশ এদেশে রপ্তানীর অনুমতি দিয়ে আসছে বাংলাদেশ সরকার।
আর গতবছরও একইভাবে শারদোৎসবের আগে ৪৫০০ মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানীর অনুমতি দেয় বাংলাদেশ সরকার। আগস্ট মাসে এই ব্যবস্থা নিয়ে তোড়জোড় শুরু হয়ে ১০ সেপ্টেম্বর থেকে সেই মাছ আসা শুরু হয়।
কিন্তু ততদিনে ইলিশের পরিমাণ কমে যাওয়ায় শেষপর্যন্ত মাত্র ১৩০০ মেট্রিক টন ইলিশ ভারতে আমদানি করা সম্ভব হয়। তবে এবছর বাংলাদেশ থেকে আদৌ ইলিশ মাছ আমদানি করা সম্ভব হবে কি না, তা নিয়ে যথেষ্ট চিন্তায় রয়েছেন ব্যবসায়ীরা।
এব্যাপারে পশ্চিমবঙ্গের হিলসা ইমপোর্ট অ্যাসোসিয়েশনের সভাপতি অতুলচন্দ্র দাস জানিয়েছেন, 'বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, তাতে ইলিশ আমদানির ব্যাপারে কথা বলার মতো কোনও পরিস্থিতি নেই। ফলে এবছর বাংলাদেশ থেকে ইলিশ মাছ শেষপর্যন্ত আমদানি করা সম্ভব হবে কি না, তা বোঝা যাচ্ছে না।'
আর এমন খবরে স্বাভাবিকভাবেই হতাশ ইলিশপ্রিয় এপার বাংলার মানুষেরা। শুধু তাই নয়, ইলিশ আমদানি করতে না পারলে অনেক টাকার ব্যবসা নষ্ট হবে বলে মনে করছেন এই বাংলার ইলিশ ব্যবসায়ীরা। তবে তাঁরা চান, বাংলাদেশের তদারকি সরকার এই বিষয়টি তাদের ভাবনায় রাখুন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন