সমকালীন প্রতিবেদন : আইপিএল হল বিশ্বের সবথেকে জনপ্রিয় লীগ ক্রিকেট। তাই আইপিএল নিয়ে এবার গোটা বিশ্বে চর্চা শুরু হয়েছে। আর এবার আইপিএল ফ্র্যাঞ্চাইজির কর্তারা ইংল্যান্ড লিগের ক্রিকেট দলের মালিক হতে পারবেন। সেপ্টেম্বরেই ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড ৮০০ দলের মালিকানার শেয়ার বিক্রি করবে।
সেই সময় আইপিএল ফ্র্যাঞ্চাইজির মালিকরা ওই দলগুলির মালিকানা কিনতে পারবেন। সেটা কম পরিমাণে অংশীদারিত্ব থাকলেও তাঁরা ইংল্যান্ড ক্রিকেট লিগের দলের মালিক হওয়ার সুযোগ পাবেন। ভারতে আইপিএলের সাফল্য দেখে ইসিবি ভারতীয় মূলধন তাদের ক্রিকেট লিগে টানতে মরিয়া।
সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ১০ দলীয় আইপিএলের মালিকরা ইংল্যান্ডে আটটি দলের মধ্যে যে কোনওটির মালিকানা পেতে পারেন। দলগুলির শেয়ার কিনতে তাঁদের নিলামে অংশগ্রহণ করতে হবে। রিপোর্টে উল্লিখিত শেয়ার বিক্রির পদ্ধতি সম্পর্কে সূত্রের খবর, ‘আইপিএলের সমস্ত ফ্র্যাঞ্চাইজির মালিকরাই এই নিলামে অংশ নিতে পারবেন।
কতটা পরিমাণে অর্থ তাঁরা বিনিয়োগ করবেন, তার ওপরেই ঠিক হবে মালিকানার পরিমাণ। বেশি শতাংশের মালিকানা থাকলে দলগুলোর নামও ওই আইপিএল মালিকরা বদলে দিতে পারবেন।’ উল্লেখ্য, বর্তমানে ভারতের আম্বানি পরিবার আইপিএলের মুম্বই ইন্ডিয়ান্স দলের মালিক।
এই দল পাঁচবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে। এছাড়াও, আম্বানিদের দল আমেরিকার ক্রিকেট লিগে খেলে এমআই নিউইয়র্ক নামে। আরব লিগে খেলে এমআই এমিরেটস নামে। দক্ষিণ আফ্রিকায় খেলে এমআই কেপটাউন নামে। সবগুলির টি–২০ লিগেই দলগুলি খেলে।
তারা এবারের লন্ডন লিগে লন্ডন স্পিরিট টিমকে কেনার কথা ভাবছে। আম্বানিরা লন্ডনের ওই দল কিনলে সেই দলের নাম পরিবর্তিত হয়ে হতে পারে এমআই লন্ডন। তবে ইসিবির সঙ্গে কথাবার্তার সময় বার্মিংহাম সিটির নাইটহেড ক্যাপিটালের আমেরিকান মালিকও দলগুলির শেয়ার কেনার ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন।
তাঁরা অবশ্য বার্মিংহাম ফোয়েনিক্স দলটা কিনতে চায় বলে জানিয়েছেন। আর তেমনটা হলে ক্রিকেটের দুনিয়ায় ভারতের স্থান আরো বেশি উন্নীত হবে বলেই মনে করা হচ্ছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন