Breaking

Post Top Ad

Your Ad Spot

বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪

আর জি কর কান্ডে সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্টের আবেদন

 ‌

CISF-team

সমকালীন প্রতিবেদন : আর জি কর কান্ডে সেখানকার প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং আরও ৪ জন চিকিৎসকের পলিগ্রাফ টেস্টের জন্য শিয়ালদা আদালতে আবেদন জানালো সিবিআই। বৃহস্পতিবার দুপুরে এই আবেদন জানানো হয়েছে। ইতিমধ্যেই এই কান্ডে ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্টের জন্য আদালতের কাছে আবেদন জানানো হয়েছে।

এদিন সন্দীপ ঘোষ এবং আরও ৪ জন চিকিৎসককে সিজিও কমপ্লেক্স থেকে অত্যন্ত গোপনে শিয়ালদা আদালতে আনা হয়। সেখানে বিচারকের সামনে তারা গোপন জবানবন্দি দেয়। বেশ কয়েক ঘন্টা আদালতে থাকার পর সন্ধের আগে আগে তাদের ফের সিজিও কমপ্লেক্সে ফিরিয়ে নিয়ে যান সিবিআই অফিসারেরা।

এদিকে, বৃহস্পতিবার আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের নিরাপত্তার দায়িত্ব নিল ‌সিআইএসএফ। সুপ্রিম কোর্টের নির্দেশে এদিন কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর পুরুষ এবং মহিলা জওয়ানেরা এদিন হাসপাতালে প্রবেশ করেন। মোট ১৮৫ জন পাহারায় থাকবেন। হাসপাতাল চত্বর ও হোস্টেল তাদের মোতায়েন প্রক্রিয়া চলছে।

আর জি কর হাসপাতাল ক্যাম্পাসের কে বি বয়েজ এবং মেন বয়েজ হোস্টেলে তিন শিফটে ২ জন করে মোট ১২ জন জওয়ানকে মোতায়েন করা হচ্ছে। লেডিজ কমন রুম হোস্টেল, ভেরি নিউ লেডিজ হোস্টেল, ইন্টার্ন হোস্টেল, ওল্ড হাউস স্টাফ অ্যান্ড পিজি হোস্টেল, ডরমেটরি-সহ এসজিপিজি হোস্টেল, রাত্রিনিবাস হোস্টেল এবং ওল্ড অ্যান্ড নিউ নার্সিং হোস্টেলের মতো মোট ৭ হোস্টেলেও তিন শিফটে ২ জন করে মোট ৪২ জনকে মোতায়েন করা হচ্ছে। 

শুধু হোস্টেল নয়, হাসপাতালের একাধিক বিল্ডিং ও মেন গেটেও আধাসেনা মোতায়েন করা হচ্ছে। এর পাশাপাশি, জরুরি বিভাগের বি সি রয় বিল্ডিংয়ে প্রতি শিফটে চারজন করে জওয়ান থাকবেন। স্ত্রী রোগ ও প্রসূতি বিভাগে থাকবেন ২ জন (প্রতি শিফটে) জওয়ান। ওই বিভাগের এসএনসিইউ-র সামনে ২ জন করে জওয়ান মোতায়েন থাকবেন। 

ট্রমা বিল্ডিংয়ে প্রতি শিফটে ৪ জন। প্রশাসনিক ভবন কার্ডিওলজি এবং সার্জিক্যাল বিভাগে ৬ জন করে জওয়ান থাকবেন। হৃদরোগ বিভাগে ২ জন জওয়ান থাকবেন। নার্সিং বিভাগ, স্টোর বিভাগ, অ্যাকাডেমি বিল্ডিং ও গেস্ট হাউসে একজন করে জওয়ান মোতায়েন থাকবেন। 

এছাড়া, আউটডোরে ১০ জন, আউটডোরের মেন গেটে ১০ জন, গেট নম্বর ছয়ে তিনটি শিফটে ২ জন করে মোট ৬ জন আধাসেনা থাকবেন। পাশাপাশি, কন্ট্রোল রুমে মোট তিনটি শিফটে তিনজন করে এবং কুইক রেসপন্স টিমে ৬ জন সদস্য থাকছেন। 


এদিন, বিজেপির পক্ষ থেকে স্বাস্থ্য ভবন অভিযান চালানো হয়। দাবি ছিল, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এই মিছলে অংশ নেন বিজেপি বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। এই কর্মসূচিকে ঘিরে ধুন্ধুমার কান্ড ঘটে। পুলিশ শুভেন্দু সহ একাধিক বিজেপি নেতাকে গ্রেপ্তার করে প্রিজন ভ্যানে তোলে।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন