Breaking

Post Top Ad

Your Ad Spot

সোমবার, ১৭ জুন, ২০২৪

বনগাঁ অঙ্গন ওয়েলফেয়ার সোসাইটি–র বই বিতরণ

 ‌

Bongaon-Angan

সমকালীন প্রতিবেদন : ‌দেখতে দেখতে ১৬ বছর কেটে গেল। ২০০৮ সালে যে ব্রত নিয়ে পথ চলা শুরু করেছিল 'বনগাঁ অঙ্গন ওয়েলফেয়ার সোসাইটি', ‌আজ সেই সংস্থা ১৭ বছরে পা দিল। সেই উপলক্ষ্যে এবছরও পড়াশোনার সামগ্রী তুলে দেওয়া হল পড়ুয়াদের হাতে।

সংস্থার সপ্তদশ বর্ষ উপলক্ষ্যে রবিবার বনগাঁ হাইস্কুলের অডিটোরিয়ামে একটি ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন মাধ্যমিক উত্তীর্ণ ১৩ জন অভাবী–মেধাবী পড়ুয়ার হাতে বই, খাতা, ক্যালকুলেটর সহ পড়াশোনার অন্যান্য সামগ্রী তুলে দেওয়া হয়।

আগামীদিনে একজন পড়ুয়ার লক্ষ্য কেমন হওয়া উচিৎ, উপস্থিত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে নিজের অভিজ্ঞতা দিয়ে তা ব্যাক্ষা করেন ডা: ‌শান্তনু কুন্ডু। সংস্থার কর্মকান্ড নিয়ে আলোচনা করেন সংস্থার সভাপতি হরিনারায়ন সরকার সহ অন্যান্য অতিথিরা।

এই সংস্থার মাধ্যমে সহযোগিতা পেয়ে বর্তমানে কর্মজীবনে প্রতিষ্ঠিত হয়েছেন, এমন কয়েকজন এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাঁদের এবং উপস্থিত অতিথিদের সংস্থার পক্ষ থেকে বরণ করে নেওয়া হয়। এদিনের অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল গাছের চারা বিতরণ। অনুষ্ঠানের মাঝে মাঝে আবৃত্তি, কন্ঠ ও যন্ত্রসঙ্গীত অন্য মাত্রা যোগ করে।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন