সমকালীন প্রতিবেদন : নাগরিকত্ব দেওয়ার নাম করে বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর টাকা তুলেছেন বলে প্রকাশ্য জনসভায় অভিযোগ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জী। সোমবার দুপুরে বনগাঁর অভিযান সংঘের মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় এই অভিযোগ তুলে মমতা ব্যানার্জী বলেন, 'গত ৫ বছরে শান্তনু ঠাকুর কোনও কাজ করেন নি।'
রাজনৈতিক কর্মী হিসেবে বনগাঁর সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক। এদিন সেই প্রসঙ্গ তুলে মমতা বলেন, 'একসময় রাজনৈতিক কারণে বনগাঁয় খুব আসতাম। আর তখন ভূপেন শেঠ না খাইছে ছাড়তেন না। পরবর্তীতে তাঁর ছেলে গোপাল শেঠকে আমরা বিধায়ক করেছি। বর্তমানে সে বনগাঁ পুরসভার প্রধান।'
কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ করে মমতা এদিন বলেন, 'চাল, গ্যাস, বিদ্যুৎ, জল কিছুই বিনা পয়সায় দেয় নি। ১০০ দিনের পাওনা টাকা আটকে রেখেছে। এরাই আবার যাকে চোর বলছে, তাকেই পরে ওয়াশিং মেশিয়ে ফেলে পরিষ্কার করে নিচ্ছে।'
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে এদিন মমতা ব্যানার্জী বলেন, 'মোদীর গ্যারান্টি মানে ফোর টুয়েন্টি। মিথ্যেকথার ছাক পেটাতে তিনি নির্বাচনে নেমেছেন। সন্দেশখালিতে বিজেপি টাকা দিয়ে মহিলাদের সম্মান নষ্ট করার চেষ্টা করছে। এটা একটা বড় চক্রান্ত।'
সিএএ প্রসঙ্গে এদিন তিনি বলেন, 'গায়ের জোরে মতুয়াদের অধিকার কেড়ে নেওয়া যাবে না। মতুয়াদের নি:শর্ত নাগরিকত্ব দিতে হবে। না হলে আমার জিন্দা লাশের উপর দিয়ে মোদীকে যেতে হবে। শান্তনু আবেদন করছেন না। কারণ তিনি জানেন, আবেদন করলেই বিদেশী হয়ে যেতে হবে।'
গোটা দেশেই তিন দফা নির্বাচন হয়ে গেছে। আর তাতেই বিজেপি কুপোকাত হয়ে গেছে বলে মনে করছেন মমতা ব্যানার্জী। সেই প্রসঙ্গে তিনি বলেন, 'ইন্ডিয়া জোটের ৩১৫ টি আসন হয়ে গেছে। বিজেপি ১৯৫ তেই আটকে যাবে। ইন্ডিয়া জোটকে ক্ষমতায় আনবো আমরা।'
এদিন বক্তব্যের শুরুতেই ঠাকুরবাড়ি এবং বড়মার প্রসঙ্গ তুলে তৃণমূল নেত্রী বলেন, 'ভোটের স্বার্থে এখন অন্য রাজনৈতিক দলগুলি ঠাকুরবাড়ির সঙ্গে যোগাযোগ করছে। আর ঠাকুরবাড়ির সঙ্গে আমাদের প্রায় ৩০ বছরের সম্পর্ক।' সেই প্রসঙ্গে তিনি একাধিক উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরেন।
এদিনের সভায় মতুয়া এবং আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তব্যের শেষে মমতা ব্যানার্জী তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসের সঙ্গে পরিচয় করানোর পাশাপাশি ধামসা, কাসর বাজিয়ে মতুয়াদের লাল নিশানও ওড়ান।
এদিনে সভায় মমতা ব্যানার্জী, প্রার্থী বিশ্বজিৎ দাস ছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী ইন্দ্রনীল সেন, সাংসদ মমতা ঠাকুর, সভাধিপতি নারায়ণ গোস্বামী, আইএনটিটিইউসির জেলা সভাপতি নারায়ণ ঘোষ, পুরপ্রধান গোপাল শেঠ, শঙ্কর দত্ত, রতন ঘোষ সহ অন্যান্যরা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন