Breaking

Post Top Ad

Your Ad Spot

রবিবার, ১০ মার্চ, ২০২৪

টেস্ট ক্রিকেটের ইতিহাসে বিরল নজির, শততম টেস্টে রেকর্ড গড়লেন রবি অশ্বিন

Test-cricket

সমকালীন প্রতিবেদন : দেশের মাটিতে হারের মুখ দেখে সিরিজ শুরু করেছিলেন রোহিত শর্মারা। তার পরের ছবিটা বদলে যায়। পুরো গল্পের মতো ছন্দ খুঁজে পায় টিম ইন্ডিয়া। রাঁচিতেই ভারতের মুঠোয় এসেছিল সিরিজ। 

পঞ্চম টেস্ট বাকি থাকতে থাকতেই ম্যাজিক দেখায় ভারত। পরপর ৩টে ম্যাচ জিতে রোহিতের টিম ইন্ডিয়া প্রথমবার ব্যাজবল জমানায় টেস্ট সিরিজে হারায় ইংল্যান্ডকে। আর ধর্মশালা টেস্ট যেন উত্তেজনায় ভরপুর এক সিনেমার স্ক্রিপ্ট। 

পঞ্চম টেস্টের দ্বিতীয় দিনের শেষেই রোহিতদের ধরমশালায় জয়ের গন্ধ পাচ্ছিলেন টিম ইন্ডিয়ার অনুরাগীরা। শনিবার সেটাই হল। ৫ টেস্টের সিরিজ ৪-১ ব্যবধানে জিতল ভারত। আর এই ম্যাচ জেতার ফলে নতুন ইতিহাস গড়ে ফেলেছে টিম ইন্ডিয়া। 

ভারতীয় টেস্ট ম্যাচের ৯২ বছরের ইতিহাসে এখনও পর্যন্ত ১৭৮টি ম্যাচ জিতল ভারত। যদি হারজিতের দিকে তাকাই, তাহলে দেখা যাবে সমান সংখ্যক ম্যাচ অর্থাৎ ১৭৮টি টেস্ট ম্যাচে এখনও পর্যন্ত হেরেছে টিম ইন্ডিয়া। 

অর্থাৎ যত সংখ্যক টেস্ট ম্যাচ জিতেছে, তত সংখ্যক টেস্ট ম্যাচেই ভারত হেরেছে, যা টেস্টের ইতিহাসে প্রথমবার ঘটেছে। এদিকে, ভারতের হয়ে শততম টেস্ট খেলতে নামা রবিচন্দ্রন অশ্বিন দেখিয়েছেন তাঁর স্পিনের জাদু। 

১০০তম টেস্টে পঞ্চম উইকেটের মালিক হন তিনি। ধরমশালা টেস্টের দুই ইনিংস মিলিয়ে মোট ৯টি উইকেট তুলেছেন অশ্বিন। সেঞ্চুরি টেস্টে এর থেকে ভালো উপহার অশ্বিনের জন্য আর কী বা হতে পারে! 

এছাড়াও, ধর্মশালায় ভারতের বিরুদ্ধে পঞ্চম টেস্টের প্রথম ইনিংসে একজোড়া উইকেট নেওয়া মাত্রই ইতিহাসের প্রথম পেসার তথা তৃতীয় বোলার হিসেবে ৭০০ টেস্ট উইকেটের মাইলস্টোন ছুঁয়ে ফেলেন ব্রিটিশ তারকা। সব মিলিয়ে ধর্মশালা টেস্ট যেন লেখা থাকবে টেস্ট ক্রিকেটের ইতিহাসের পাতায়। 





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন