Breaking

Post Top Ad

Your Ad Spot

বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩

বনগাঁয় মতুয়া ধর্ম সম্মেলনে বিতর্কে জড়ালেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর

 

The-Union-Minister-joined-the-controversy

সমকালীন প্রতিবেদন : ‌ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে এসে কেন্দ্রীয় সরকারের সিএএ কার্যকরী করার প্রতিশ্রুতি দেওয়ার কথা বলে বিতর্কে জড়ালেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। আর এই ঘটনাকে কেন্দ্র করে অনুষ্ঠানস্থলে গোলমালে জড়িয়ে পড়লেন কেন্দ্রীয় মন্ত্রী।

জানা গেছে, বৃহস্পতিবার বনগাঁর টাংরা কলোনী এলাকায় মতুয়াদের একটি ধর্ম মহা সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী তথা ঠাকুরবাড়ির সদস্য শান্তনু ঠাকুর। সেখানে তাঁকে বক্তব্য রাখতে দেওয়া হয়।

বক্তব্য দেওয়ার সময় তিনি ধর্ম সম্মেলনে উপস্থিত মতুয়া ভক্তদের উদ্দেশ্যে বলেন যে, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগেই সিএএ চালু হয়ে যাবে। উদ্বাস্তু মতুয়ারা নাগরিকত্ব পেয়ে যাবেন। আর কারোর ক্ষমতা নেই যে, সিএএ চালু করা আটকে দিতে পারে। এব্যাপারে গ্যারান্টি দেন তিনি।

এই বক্তব্যকে ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক। সম্মেলনে উপস্থিত একাংশের মতুয়া ভক্ত অভিযোগ তোলেন, ধর্ম সম্মেলনে এসে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী রাজনৈতিক কথাবার্তা বলেছেন। এটা ঠিক হয় নি। এব্যাপারে তারা আপত্তি তোলেন।

ট্যাংরা কলোনী মন্দির কমিটির সম্পাদক ফাল্গুনী মালাকার এই প্রসঙ্গে অভিযোগ করে বলেন, 'ধর্ম সম্মেলনে এসে শান্তনু ঠাকুর রাজনৈতিক কথাবার্তা বলায় আপত্তি তোলেন মতুয়া ভক্তরা। আর তারই জেরে এক মতুয়া ভক্তকে উদ্দেশ্য করে অশালীন মন্তব্য করেন শান্তনু ঠাকুর। তার প্রতিবাদ করলে ক্ষিপ্ত হয়ে ওঠেন শান্তনুবাবু।'

যদিও এব্যাপারে শান্তনু ঠাকুরের বক্তব্য, 'এলাকার কিছু তৃণমূল কর্মী উদ্দেশ্য প্রনোদিতভাবে তাঁকে ওই অনুষ্ঠানস্থলে অসম্মান করেন। পরিবার নিয়ে অসম্মানজনক মন্তব্য করেন।' 

এই প্রসঙ্গে স্থানীয় ট্যাংরা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল‌‌ প্রধান স্বরুপ বিশ্বাস বলেন, 'শান্তনু ঠাকুরের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তাঁকে কেউ অসম্মান করেন নি। উল্টে তাঁর মন্তব্যে অসন্তুষ্ট হয়েছেন মতুয়ারা।'‌





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন