Breaking

Post Top Ad

Your Ad Spot

শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩

গাইঘাটায় স্কুল থেকে মিড ডে মিলের চাল চুরির অভিযোগ

Mid-day-meal-rice

সমকালীন প্রতিবেদন : ‌ব্যাগে করে চাল নিয়ে স্কুল থেকে বের হচ্ছিলেন এক মহিলা। স্থানীয়দের চোখে সেই দৃশ্য ধরা পড়তেই ওই মহিলাকে হাতেনাতে ধরে ফেলেন স্থানীয়রা। অভিযোগ, স্কুল থেকে মিল ডে মিলের চাল চুরি করে নিয়ে যাচ্ছিলেন ওই মহিলা। এরপরেই স্কুলে শুরু হয় বিক্ষোভ।

উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার পাঁচপোতা ভাড়াডাঙা উচ্চ বিদ্যালয়ে শুক্রবার সকালে এই চাল চুরির অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়দের বিক্ষোভের মধ্যে পড়ে স্কুলের প্রধান শিক্ষককেও দীর্ঘক্ষণ স্কুলে আটকে থাকতে হয়।

স্থানীয় মানুষের অভিযোগ, বেশ কিছুদিন ধরেই সকালের দিকে এক মহিলা স্কুলে এসে ব্যাগে করে চাল নিয়ে স্কুলের পেছন দিক দিয়ে বাইরে বেড়িয়ে যাচ্ছিলেন৷ আজ সকালের স্থানীয় এক দোকানদার মহিলাকে স্কুলের ভেতরে ঢুকতে দেখেন৷ 

এরপর থেকে স্কুলের উপর নজর রাখেন স্থানীয়রা। বেশ কিছুক্ষণ পর ওই মহিলাকে সকুল থেকে হাতে ব্যাগ নিয়ে বাইরে বেরোতে দেখে তাকে স্কুল গ্রাউন্ডে আটকে রেখে তার ব্যাগের মধ্যে তল্লাশি চালানো হয়। আর তখন তার ব্যাগের ভেতর থেকে চাল উদ্ধার হয়৷ 

এই ঘটনার পর এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। খবর ছড়িয়ে পড়তেই স্কুল চত্ত্বরে প্রচুর মানুষ জড়ো হয়ে যান। কিছুক্ষণ পর স্কুলের প্রধান শিক্ষক স্কুলে উপস্থিত হতেই ক্ষুব্ধ স্থানীয় মানুষ প্রধান শিক্ষকের উপর চড়াও হয়ে বিক্ষোভ দেখাতে থাকেন৷

বিক্ষোভরত স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, স্কুলের সঙ্গে যুক্ত এক ব্যক্তি দীর্ঘদিন ধরে এই অন্যায় কাজের সঙ্গে যুক্ত৷ প্রধান শিক্ষক বিষয়টি না জানলে এমন অন্যায় কাজ করা সম্ভব নয় বলে তাঁদের অভিযোগ। 

দোষীদের গ্রেপ্তারের দাবিতে এরপর প্রধান শিক্ষককে স্কুলের ভেতরে তালাবন্দি করে রেখে বিক্ষোভ দেখান স্থানীয়রা৷ খবর পেয়ে গাইঘাটা থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।

‌যদিও অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক বলেন, 'স্থানীয় একজন আছে, যিনি প্রতিদিন স্কুলে এসে স্কুল পরিষ্কার পরিচ্ছন্ন করে। সে সকালে চাবি দিয়ে স্কুল খোলে৷ এর বাইরে আমি কিছু জানি না। আমরা থানায় একটি লিখিত অভিযোগ করেছি। পুলিশ তদন্ত করে দেখুক কারা দোষী৷'‌




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন