Breaking

Post Top Ad

Your Ad Spot

মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩

পোষ্টাল ব্যালট জমা দেওয়া নিয়ে বিতর্ক

 

Controversy-over-submission-of-postal-ballots

সমকালীন প্রতিবেদন : ‌পোষ্টাল ব্যালট জমা দেওয়াকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হল উত্তর ২৪ পরগনার বারাসত ১ নম্বর ব্লকে। সিপিএম প্রার্থীর অভিযোগ, নির্বাচন কমিশনের উপযুক্ত কাগজ ছাড়াই অনেককে গাড়ির চালক সাজিয়ে শাসক দলের পক্ষ থেকে পোষ্টাল ব্যালট জমা দেওয়ানো হচ্ছে।

রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশে আজ থেকেই পঞ্চায়েত নির্বাচনের পোষ্টাল ব্যালট জমা নেওয়ার কাজ শুরু হয়েছে। মূলত নির্বাচনের কাজে যুক্ত থাকবেন, এমন ভোটারদেরই পোষ্টাল ব্যালটে ভোট দেওয়ার অধিকার দেওয়া হয়েছে।

এক্ষেত্রে নির্বাচনের কাজে যুক্ত ভিডিওগ্রাফার, গাড়ি চালানোর সঙ্গে যুক্ত ব্যক্তি অর্থাৎ সেযব গাড়ি ভোটের কাজে ব্যবহৃত হচ্ছে, সেইসব গাড়ির চালকদের নির্দিষ্ট নথির ভিত্তিতে পোষ্টাল ব্যালট ইস্যু করা হচ্ছে। বিরোধীদের অভিযোগ, এই জায়গাতেই অসৎভাবে পোষ্টাল ব্যালটে নিজেদের প্রার্থীদের পক্ষে ভোট দেওয়ানোর চেষ্টা করছে শাসক দল।

বারাসত ১ নম্বর ব্লকে এই ধরনের কারচুপির অভিযোগ তুলেছেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের ২৭ নম্বর আসনের সিপিএম প্রার্থী হাবিব আলী। তাঁর অভিযোগ, 'নির্বাচন কমিশনের স্লিপ ছাড়াই শুধুমাত্র ভোটার কার্ড দেখিয়েই পোষ্টাল ব্যালট জমা দিচ্ছে বেশ কয়েকজন গাড়ির চালক।'

এই খবর পেয়ে তিনি এই ধরনের বেশ কয়েকজনকে পোষ্টাল ব্যালট জমা দেওয়ার চেষ্টা থেকে আটকে দেন।‌ হাবিব আলীর অভিযোগ, 'আটক ওই ব্যক্তিদের জিজ্ঞাসা করা হলে তারা জানায়, পাড়া থেকে তৃণমূলের লোকেরা ভোট দিতে পাঠিয়েছে।'

যদিও বারাসত ১ নম্বর ব্লকের বিডিও সৌগত পাত্র জানান, 'এইরকম কোনও ঘটনা ঘটেনি। গাড়ির মালিকের অথরাইজ লেটার নিয়ে যারা আসছেন, তারাই ভোট দিচ্ছেন। অনেক সময় চালক বা খালাসি এক্সচেঞ্জ হলে নতুন কাগজ তৈরি করতে হচ্ছে।'‌





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন