সমকালীন প্রতিবেদন : প্রকাশ্য নির্বাচনী পথসভায় তৃণমূলীদের উদ্দেশ্যে হুমকি দিলেন বনগাঁ দক্ষিনের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। উত্তর ২৪ পরগনার ঝাউডাঙা গ্রাম পঞ্চায়েতের আংরাইল বাজারে নির্বাচনী পথসভা ছিল বিজেপির। সেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজেপি বিধায়ক স্বপন মজুমদার।
সেখানে তিনি তার বক্তব্যে বলেন, তৃণমূলের অনেকেই এখন ফুলেফেঁপে উঠছে। বিজেপি কর্মীদের নামে মিথ্যা মামলা দিচ্ছে পুলিশ। বিজেপি ক্ষমতায় এলে এই পুলিশকে দিয়েই তৃণমূলের এই হার্মাদদের এনকাউন্টার করে মেরে দেওয়া হবে। শুনে নেওয়া যাক স্বপন মজুমদার ঠিক কি বলেছেন।
এই ঘটনার তীব্র নিন্দা করেছে তৃণমূল। গাইঘাটার তৃণমূল নেতা অভিজিৎ বিশ্বাস জানান, 'উত্তরসুরীদের কাছ থেকেই স্বপন মজুমদারেরা এই ধরনের আচরণ শিখছেন। এই ধরনের উষ্কানীমূলক কথা না বলে আমাদের মতো রাজনৈতিক আচরণ করুন।'
উল্লেখ্য, এর আগেও পুলিশের উপর হামলা, বিডিও অফিসে হামলা করার মতো উষ্কানীমূলক মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন স্বপন মজুমদার। দলের মধ্যে এই নিয়ে তিনি সমালোচিত হলেও তিনি যে আদৌ নিজেকে বদলান নি, এদিনের বক্তব্য তারই প্রমাণ।








কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন