সমকালীন প্রতিবেদন : সাইবার অপরাধের শিকার খোদ পুলিশ কর্তা। জেলার এক পদস্থ পুলিশ আধিকারিকের ছবি ব্যবহার করে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খোলা হল। বিষয়টি জানতে পেরে অভিযোগ দায়ের করা হয়েছে সাইবার ক্রাইম থানায়।
পুলিশ সূত্রে জানা গেছে, উত্তর ২৪ পরগনার বসিরহাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সৌতম ব্যানার্জির ছবি ব্যবহার করে একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলেছে ভবেশ পারধি নামে এক ব্যক্তি। সেখানে তার ঠিকানা দেওয়া রয়েছে মহারাষ্ট্রের পুনের। ২০২১ সালে অ্যাকাউন্টটি খোলা হয়েছে বলে দেখানো হয়েছে।
এই অ্যাকাউন্টটি সোস্যাল মিডিয়ায় ঘুড়ে বেরাচ্ছে। আজ বিষয়টি জানতে পেরে এব্যাপারে বসিরহাট সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ জানান অতিরিক্ত পুলিশ সুপার। যদিও তদন্তের স্বার্থে এব্যাপারে তিনি সংবাদ মাধ্যমের কাছে কোনও মন্তব্য করতে চান নি।
পুলিশ কর্তার ছবি ব্যবহার করে ঠিকানা বদল করে এইভাবে ফেসবুক অ্যাকাউন্ট চালানোর পেছনে বড়সড় কোনও চক্রান্ত আছে বলে মনে করছে পুলিশ। এব্যাপারে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বসিরহাট সাইবার ক্রাইম থানা। পুলিশের পক্ষ থেকে এব্যাপারে সোস্যাল মিডিয়া ব্যবহারকারীদের সতর্ক করা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন