Breaking

Post Top Ad

Your Ad Spot

শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২

বিজেপি বিধায়কের থানা জ্বালিয়ে দেওয়ার নিদানে সমালোচনা

 

BJP-MLA-diagnosis-of-burning-the-police-station

সমকালীন প্রতিবেদন : ‌ফের প্রকাশ্যে বেলাগাম মন্তব্য করলেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। এবারে আগুন দিয়ে থানা জ্বালিয়ে দেওয়ার কথা ঘোষণা করলেন তিনি। শনিবার দলের এক বিক্ষোভ কর্মসূচিতে এই মন্তব্য করে ফের বিতর্কে জড়ালেন তিনি।

গত ২৭ ডিসেম্বর অশোকনগরের ভুরকুন্ডা গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি গোলমালের ঘটনায় বিজেপির এক কর্মী আক্রান্ত হন। সেই ঘটনার প্রতিবাদ জানাতে এবং দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে পরদিন টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। সেই কর্মসূচিতেই ঘোষণা করা হয় যে, অপরাধীদের গ্রেপ্তার করা না হলে শনিবার অশোকনগর থানা ঘেরাও করা হবে। 

সেই ঘোষণা অনুযায়ী শনিবার বিকেল ৩ টে থেকে অশোকনগর থানার সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। সেখানে স্বপন মজুমদার ছাড়াও উপস্থিত ছিলেন দলের বারাসত সাংগঠনিক জেলার সভাপতি তাপস মিত্র সহ অন্যান্যরা।

এই কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে স্বপন মজুমদার বলেন, 'চেয়ারের লোভে রাজ্যের বিভিন্ন থানার ওসি, আইসিরা তৃণমূলের হয়ে কাজ করার জন্য কালীঘাট থেকে প্রশিক্ষণ নিয়ে এসেছেন। অশোকনগর থানা যদি সঠিকভাবে কাজ না করে, তাহলে এই থানা জ্বালিয়ে দেওয়া হবে। তৃণমূল নেতাদের মতো থানার ওসিদেরও গাছের সঙ্গে বেঁধে রাখা হবে।'‌

থানার সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে সেখানে প্রকাশ্যে থানা জ্বালিয়ে দেওয়ার মতো বক্তব্য পেশ করা প্রসঙ্গে প্রশ্ন করা হলে স্বপন মজুমদার সাংবাদিকদের বলেন, '‌পুলিশ যদি তার কর্তব্য পালন না করে, তাহলে কি তাদের পুজো করা হবে। প্রয়োজনে বিজেপি কর্মীরা হাতে অস্ত্র তুলে নিতে বাধ্য হবেন।'

এই ঘটনার তীব্র নিন্দা করে অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী জানান, 'একজন বিধায়ক যদি এই ধরনের উষ্কানিমূলক বক্তব্য রাখেন, তাহলে তার দলের কর্মীরা তার কাছ থেকে কী শিখবেন ?‌ তার এই বক্তব্যের বিরুদ্ধে আইনী ব্যবস্থাগ্রহণের জন্য পুলিশেরকাছে আবেদন জানানো হয়েছে।' 

উল্লেখ্য, এর আগেও গাইঘাটার চাঁদপাড়ায় পুলিশকে গুলি করা এবং বনগাঁয় বিডিও অফিসের দরজা ভেঙে বিডিওকে মারার হুমকি দিয়ে বিতর্কে জড়িয়েছেন বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। বিরোধীদের অভিযোগ, দলে নিজের গুরুত্ব বাড়াতে তিনি এই ধরণের মন্তব্য করছেন।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন