সমকালীন প্রতিবেদন : সরকারি প্রকল্পের কাজ করতে গিয়ে মাটি খুড়তেই উঠে এলো শতাব্দী প্রাচীন মুদ্রা। এমন ঘটনায় প্রকল্পের কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের চক্ষু চড়কগাছ। এবাবেই কোদালের মাথায় উঠে এলো একের পর এক মুদ্রা।
উত্তর ২৪ পরগনার বসিরহাটের সংগ্রামপুরের বলদেঘাটা গ্রামে অমৃত প্রকল্পের পানীয় জলের পাইপ লাইন বসানোর জন্য মাটি খোঁড়ার কাজ চলছিল। সেখানে কোদাল দিয়ে মাটি কোপাতেই কোদালের মাথায় উঠে এলো প্রাচীন মুদ্রা।
একটি দুটি নয়, এভাবেই পর পর ১০ টি এমন মুদ্রা উঠে আসে। মুদ্রাগুলি ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া এডওয়ার্ড সেভেন এর। এই খবর ছড়িয়ে পরতেই হইচই পরে যায়। সেই মুদ্রা দেখতে ভিড় জমাতে থাকেন গ্রামবাসীরা।
স্থানীয় বাসিন্দা তপন ব্যানার্জীর জমিতে এই প্রকল্পের কাজ চলছিল। বিষয়টি তিনি জানতে পেরে স্থানীয় পঞ্চায়েত প্রধান এবং পুলিশকে খবর দেন। ঘটনার খবর পেয়ে প্রশাসনের পক্ষ থেকে আপাতত মাটি খোঁড়ার কাজ বন্ধ রাখার কথা বলা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন