Breaking

Post Top Ad

Your Ad Spot

শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২

‌World Cup : বিশ্বকাপে সবচেয়ে দামি টিম কোনটি!

The-most-expensive-team-in-the-World-Cup

সমকালীন প্রতিবেদন : কাতার বিশ্বকাপে সবচেয়ে দামি দল নিয়ে হিসাব নিকাশ চলছে। চলছে চুল চেরা বিশ্লেষণ। অবশেষে ভারতীয় মুদ্রায় একটা হিসাব পাওয়া গেছে। যে খেলোয়াড়েরা মাঠে নামছে‌ন, তাঁদের বাজার মূল্যের হিসেব করে এক স্প্যানিশ সংবাদ মাধ্যম মূল্যবান দলের সিরিজ তৈরি করেছে। 

সেই তালিকায় দেখা যাচ্ছে, কাতার বিশ্বকাপের দলগত মূল্যে তৃতীয় স্থানে আছে ফ্রান্স- যাদের দলগত মূল্য ১.০৮ বিলিয়ন। এর মধ্যে কিলিয়ান এম্বাপের একার মূল্যই যেখানে ১৬ কোটি ইউরো। চতুর্থ স্থানে আছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। যাদের বাজার দর ৯৩৭ মিলিয়ন ইউরো। 

তবে স্প্যানিশ সংবাদ মাধ্যম জানাচ্ছে, ব্রাজিল-আর্জেন্টিনার চেয়ে এবার বিশ্বকাপে সবচেয়ে মূল্যবান দল ইংল্যান্ড। ইংল্যান্ডে থ্রি লায়ন্সের একাধিক খেলোয়াড় রয়েছেন। যাদের মূল্য ৮০ মিলিয়ন ইউরোর বেশি। যেমন হ্যারি কেইন, ফিল ফোডেন বা জর্ডন সাঞ্চো। 

ইংল্যান্ড স্কোয়াডের মূল্য ১.২৬ বিলিয়ন ইউরো। ভারতীয় টাকায় যার মূল্য ১২ হাজার কোটিরও বেশি। এরপরেই জায়গাটি অর্থাৎ দ্বিতীয় স্থানে আছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দল ব্রাজিল। সেলেসাওদের মূল্য ১.১৪ বিলিয়ন অর্থাৎ ১০ হাজার কোটি টাকারও বেশি। রয়েছে নেইমার, ভিনিসিয়স জুনিয়রের মতো দামি খেলোয়াড়।

পঞ্চম স্থানে রয়েছে স্পেন। স্প্যানিশদের বাজারমূল্য ৯০২ মিলিয়ন ইউরো। দামি খেলোয়াড়ের তালিকায় রয়েছেন পেদ্রি আর আনসু ফাতির মতো খেলোয়াড়। ওই সংবাদ মাধ্যম একটা দীর্ঘ তালিকা তৈরি করেছে। সেই তালিকাটি দেখে নাগরিক মহল অবাক।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন