Breaking

Post Top Ad

Your Ad Spot

শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২

দিনের টুকিটাকি : ‌২১ অক্টোবর, ২০২২

 ঝড়ের সতর্কতা

ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে এই রাজ্যের উপকূলবর্তী এলাকায় প্রবল বৃষ্টি, সঙ্গে ঝড়ের সম্ভাবনা তৈরি হয়েছে। এব্যাপারে উপকুল এলাকার সাধারণ মানুষ, মৎস্যজীবী, পর্যটকদের সতর্ক থাকতে বলা হয়েছে। দক্ষিন ২৪ পরগনার ঝড়খালি কোস্টাল থানার উদ্যোগে এলাকায় মাইক প্রচার চালানো হচ্ছে।


বামেদের বিক্ষোভ

বিধাননগরের করুণাময়ীতে আন্দোলনরত চাকরীদের উপর পুলিশি অত্যাচারের প্রতিবাদে বনগাঁর বাটা মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন বাম ছাত্র যুবরা৷ শুক্রবার সন্ধেয় হাতে দলীয় পতাকা নিয়ে এই কর্মসূচিতে অংশ নেন বেশ কিছু সদস্য। তাঁরা কিছুক্ষণের জন্য যশোর রোড অবরোধ করে রাখেন। বক্তব্যে সংগঠনের নেতৃত্বরা পুলিশ এবং রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন।


বিজয়া সম্মেলন

দলে দুর্নীতিগ্রস্থদের চিহ্নিতকরণের কাজ চলছে। অভিষেক ব্যানার্জীর নেতৃত্বে দল শুদ্ধিকরণের কাজ চালিয়ে যাচ্ছে। কোনও দুর্নীতিগ্রস্থকে দলে স্থান দেওয়া হবে না। শুক্রবার তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার উদ্যোগে খেলাঘর ময়দানে আয়োজিত বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন জেলা সভাপতি বিশ্বজিৎ দাস। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের বিধায়ক তথা চিত্র পরিচালক রাজ চক্রবর্তী, দলের জেলা চেয়ারম্যান শ্যামল রায়, প্রাক্তন বিধায়ক গোপাল শেঠ সহ অন্যান্যরা।


বিজেপির অবরোধ

করুণাময়ীতে আন্দোলনরত চাকরী প্রার্থীদের উপর পুলিশি অত্যাচারের প্রতিবাদে উত্তর ২৪ পরগনার গোপালনগরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মীরা৷ শুক্রবার বনগাঁ-চাকদা সড়কের মেদিয়া বাজারে বিকেল সাড়ে চারটে থেকে অবরোধ করেন বিজেপি কর্মী, সমর্থকেরা৷ অবরোধের ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়৷ পরে সাধারন যাত্রীদের কথা ভেবে অবরোধ তুলে নেওয়া হয়। অবরোধকারীদের বক্তব্য, 'পুলিশ যেভাবে গভীর রাতে অনশনরত চাকরী প্রার্থীদের উপরে বর্বরোচিত আচরণ করেছে,‌ সেই ঘটনায় রাজ্যের পুলিশমন্ত্রীর পদত্যাগ দাবি করছি আমরা৷


৫০ ফুটের কালী

পঞ্চাশ ফুটের কালীপ্রতিমা দেখতে হলে দর্শনার্থীদের আসতেই হবে উত্তর ২৪ পরগনার বারাসত– টাকি রোড সংলগ্ন আগুয়ান সংঘের কালীপুজোর মণ্ডপে। পুজো মণ্ডপের মধ্যেই এখানে যুদ্ধকালীন তৎপরতায় তৈরি হচ্ছে মাতৃপ্রতিমা। শুক্রবার আগুয়ান সংঘের কালীপুজোর মণ্ডপে হাজির ছিলেন অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী। এখান থেকেই নারায়ণ গোস্বামীর একটি গানের ক্যাসেট উদ্বোধন হয় এদিন। আগুয়ান সংঘের কালীপুজো কমিটির সম্পাদক পীযুষকান্তি দাস জানান, এবারে তাঁদের পুজোর থিম মা। মায়ের স্থান সবার উপরে। আর তাই মায়ের মূর্তির উচ্চতা এতো বড় করা হয়েছে।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন