Breaking

Post Top Ad

Your Ad Spot

শনিবার, ২৯ অক্টোবর, ২০২২

শিশুরা টমেটো ফ্লু–তে আক্রান্ত হচ্ছে

Children-are-suffering-from-tomato-flu

শিশুরা টমেটো ফ্লু–তে আক্রান্ত হচ্ছে 

অজয় মজুমদার 


রোগটি ব্যাপকভাবে ছড়াচ্ছে অসমে। সাম্প্রতিক সময়ে শতাধিক শিশু আক্রান্ত হওয়ার খবর জানিয়েছে স্বাস্থ্য দপ্তর। ডিব্রুগড়ে দুটি স্কুলে ২৪ এবং ২২ জনের শরীরে টমেটো ফ্লু নিশ্চিত হয়েছে। এছাড়াও কেরল, উড়িষ্যা সহ বিভিন্ন রাজ্যে এই রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। 

শিশু চিকিৎসকেরা বলছেন, এটি একটি ভাইরাস ঘটিত রোগ৷ এই রোগের উপসর্গ হল- ধুম জ্বর, সর্দি, কাশি, নাক দিয়ে জল পড়া, বমি বমি ভাব, পেটে ব্যথা, ডায়রিয়া, গলা, মুখ ও জিভে ঘা। জ্বালাভাব, খেতে সমস্যা। 

এটি ছোঁয়াচে রোগ৷ হাত, মুখ, গোড়ালি, হাঁটুতে ফোসকা। উদ্বেগ বাড়াচ্ছে টমেটো ফ্লু। আগাছা এই সংক্রমণকে বা‌ড়িয়ে তোলে। এই রোগের শিকার মূলত শিশুরাই৷ 

চিকেন পক্স বলে মনে হলেও, এটাই কিন্তু হ্যান্ড ফুট মাউথ ডিজিজ ভয় ধরাচ্ছে। সোয়াইন ফ্লু, টমেটো ফ্লু এর উপসর্গ দেখা দিলে ডাক্তারের পরামর্শ নিতে হবে। এই ফ্লু আসলে এইচএফএমডি এর একটি ভ্যারিয়েন্ট৷ মূলত পাঁচ বছরের কম বয়সীদের এই উপসর্গ হয়৷ 

চিকিৎসকদের দাবি, বর্তমান আক্রান্তের সংখ্যা কমেছে৷ এই রোগের আক্রান্ত নয় বরং সতর্ক থাকার পরামর্শ দেন ডাক্তাররা৷ এই রোগে রোগীকে পৃথক রাখতে পারলে সংক্রমণের হার কমে৷ পাঁচ বছরের কম বয়সের শিশুদের এই রোগ হয়। ফোসকার মতো হয়, চুলকানির চেয়েও বেশি ব্যথা হয়৷ 

এই রোগে আক্রান্ত বাচ্চাদের স্কুলে পাঠানো একদম যাবে না৷ মুখের ভেতরের টাকরায় ফোসকার মতো ওঠে৷ ড্রপ্লেট কিংবা ফোসকা মিশ্রিত রস থেকে এই রোগ ছড়ানোর ভয় থাকে। এই অবস্থায় শিশুকে স্কুলে না পাঠানো, অন্যদের থেকে আলাদা করাই হচ্ছে আসল কাজ।‌




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন