সৌদীপ ভট্টাচার্য : উত্তর ২৪ পরগনার বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারীর বাড়িতে টানা ৯ ঘন্টা তদন্ত চালালো সিবিআই। বেশ কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি বিভিন্ন কাগজপত্র খতিয়ে দেখা হয়। বিধায়কের দাবি, সব শেষে সিবিআই অফিসারেরা 'নিল' লিখে দিয়ে যান।
জানা গেছে, রবিবার সকালে সিবিআইয়ের এক প্রতিনিধিদল তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারীর বাড়িতে তদন্ত করতে আসে। তারা বিধায়কের পাশাপাশি বাড়ির অন্যান্য সদস্যদের সঙ্গেও কথা বলেন। এইভাবে টানা প্রায় ৯ ঘন্টা ধরে এই তদন্তের কাজ চালান তারা।
যদিও শেষপর্যন্ত সন্দেহজনক কিছু পাওয়া যায় নি বলে সিবিআই অফিসারেরা বাড়ির লোকেদের জানিয়ে গেছেন বলে দাবি। এব্যাপারে বিধায়ক সুবোধ অধিকারী জানান, 'তদন্তের স্বার্থে সিবিআই আসতেই পারে। তবে আমি স্বচ্ছতার সঙ্গে রাজনীতি করি।'
সিবিআইয়ের প্রতিনিধিদল বেরিয়ে যাওয়ার পর বিধায়কের বাড়িতে আসেন রাজ্যের সেচমন্ত্রী তথা নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক। তিনি অভিযোগের সুরে বলেন, 'বিজেপি সিবিআইকে নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য ব্যবহার করছে। আর এই কারণে সিবিআইয়ের প্রতি সাধারণ মানুষ ভরসা হারাচ্ছেন। এটা সিবিআই কর্তারাও জানেন। তবে তাদের কিছু করার নেই।'
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন