Breaking

Post Top Ad

Your Ad Spot

বুধবার, ১০ আগস্ট, ২০২২

তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে পোষ্টার

 ‌

Poster-against-Trinamool-councillor

সৌদীপ ভট্টাচার্য : টেটে চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা আর্থিক প্রতারণা‌। এক তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে এমনই পোষ্টার লাগানোকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো উত্তর ২৪ পরগনার দক্ষিণ দমদম পুরসভা এলাকায়। যদিও এর বিরুদ্ধে ওই কাউন্সিলর মানহানির মামলা করবেন বলে হুমকি দিয়েছেন।

দক্ষিণ দমদম পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের লালবাগান এলাকার তৃণমূল কাউন্সিলর বরুণ নন্দীর নামে তাঁরই ওয়ার্ড অফিস এবং ওয়ার্ডের বিভিন্ন জায়গায় পোস্টার পরলো। সেই পোস্টারে লেখা আছে, 'টেটে চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা তছরুপের অভিযোগ বরুণ নন্দী দুর হটো।' 

এলাকার বাসিন্দারা জানান, এর আগেও ‌কাউন্সিলর বরুন নন্দীর বিরুদ্ধে বেশ কিছু মানুষ চাকরি দেওয়ার নাম করে টাকা আত্মসাৎ করার অভিযোগ তুলেছিলেন। এরপর এদিন আচমকাই পোস্টার পরল তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। রাতের অন্ধকারে কে বা কারা এই পোস্টার বরুণ নন্দীর ওয়ার্ড অফিস এবং বিস্তীর্ণ এলাকায় লাগিয়ে দিয়ে গেছে।


এব্যাপারে তৃণমূল কাউন্সিলর বরুণ নন্দী জানান, টকি পোস্টার পড়েছে আমি জানি না।‌ তবে এই অভিযোগের পুরোপুরি মিথ্যা। যে বা যারা আমার বিরুদ্ধে অভিযোগ করেছে, তাদের বিরুদ্ধে আমিও প্রচুর অভিযোগ করতে পারি।' 


গৌতম সাহা মন্ডল নামে এক রাজনৈতিক কর্মীর বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলে বরুণ নন্দী জানান, ২০১৫ সালে দলের টিকিট পাওয়ার চেষ্টা করেছিল গৌতম। কিন্তু টিকিট না পেয়ে আমার বিরুদ্ধে নির্দল হয়ে দাঁড়িয়ে হেরে যায়। আর তাই আমার বিরুদ্ধে চক্রান্ত করে, আমার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে গৌতম।'  


‌এই পোষ্টার লাগানোর বিরুদ্ধে তিনি মানহানির মামলা করবেন বলে জানিয়েছেন বরুণ নন্দী। এই বিষয়ে বিজেপি নেতা বিমলশংকর নন্দ বলেন, তৃণমূলরা নিজেরাই ঠোগি। তাই সব কিছুতে তারা ষড়যন্ত্র দেখে। আর যার বিরুদ্ধে পোষ্টার লাগানোর অভিযোগ তোলা হচ্ছে, সে গত বেশ কয়েকদিন ধরে অসুস্থ হয়ে পড়ে রয়েছেন। ফলে সে কি করে পোস্টার মারবে।‌



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন