Breaking

Post Top Ad

Your Ad Spot

বৃহস্পতিবার, ২ জুন, ২০২২

লোকালয়ে ঢুকলো বুনো হাতি, আহত ১

 

Wild-elephants-entered-the-locality

শম্পা গুপ্ত : ‌লোকালয়ে ঢুকে পড়ল বুনো হাতি। আর সেই ঘটনাকে কেন্দ্র করে ‌বৃহস্পতিবার চাঞ্চল্য ছড়ালো পুরুলিয়ার আড়ষা ব্লকের কাঁন্টাডি রেল স্টেশন লাগোয়া গ্রাম এলাকায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান বনদপ্তরের কর্মী এবং আড়ষা থানার পুলিশ। এই ঘটনায় আতঙ্ক দানা বাঁধছে এলাকাবাসীর মনে। 

এদিন হাতিটি এলাকায় ঢুকে যাওয়ার পর নানাভাবে চেষ্টা করে হাতিটিকে আড়ষার মুদালি পাহাড়গোড়া এলাকা দিকে তাড়িয়ে দেওয়া হয়। এই সময় ওই বুনো হাতিটিকে দেখতে গিয়ে হাতির হানায় গুরুতরভাবে জখম হন উকিল হেমব্রম নামে এক বৃদ্ধ। তাঁর হাতে, পায়ে গুরুতর চোট লেগেছে। 

আহত ব্যক্তিকে এরপর তড়িঘড়ি স্থানীয়রা উদ্ধার করে পুরুলিয়া সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। তাঁর বাড়ি আড়ষা থানার রাধানগর গ্রামে। আহতের পরিবারের পক্ষ থেকে ক্ষতিপূরণের দাবি জানানো হয়েছে। হাতিটির গতিবিধির উপর নজর রাখছে বন দপ্তর। 





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন