Breaking

Post Top Ad

Your Ad Spot

বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২

পুকুরে ডুবে মৃত্যু দুই শিশুর

 

Two-children-drowned-in-a-pond

শম্পা গুপ্ত : ‌পুকুরে শৌচকর্ম করতে গিয়ে ডুবে মৃত্যু হল দুই শিশুর। সম্পর্কে তারা দুই ভাই। তাদের একজনের নাম অভয় গড়াই (‌৫)‌ এবং অন্যজনের নাম ভাস্কর গড়াই (‌৩)‌। মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে পুরুলিয়া জেলার ঝালদা থানার তুলিন ফাঁড়ির বুড়িবীর গ্রামে।  

জানা গেছে, এদিন দুপুরে স্কুল থেকে ফিরে অভয় তার ভাই ভাস্করকে নিয়ে পুকুরে শৌচকর্ম করতে যায়। দীর্ঘ সময় পরেও তারা ফিরে না আসায় পরিবারের লোকেরা তাদের খোঁজ শুরু করেন। বেশ কিছুক্ষণ পর তাঁরা দেখতে পান, বাড়ির পাশের একটি পুকুরে দুই শিশুর দেহ ভাসছে। তড়িঘড়ি সেখান থেকে দুই ভাইকে উদ্ধার করে ঝালদা ব্লক প্রাথমিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা দুটি শিশুকেই মৃত বলে ঘোষনা করেন।

একই বাড়ির দুই শিশুর এমন মর্মান্তিক মৃত‍্যুতে শোকাহত গোটা গ্রাম। প্রতিবেশীরা জানান, মৃত শিশুদের বাবা ধনঞ্জয় গড়াই একজন মুক ও বধির ব্যক্তি। প্রতিবন্ধী। একইসঙ্গে দুই সন্তানের এমন মৃত‍্যুতে ভেঙে পড়েছেন তিনিও। বর্ষার মরশুমে শিশুদের পুকুর বা অন্যান্য জলাশয়ে যাওয়ার ব্যাপারে নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন সমাজ সচেতন মানুষেরা।কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন