Breaking

Post Top Ad

Your Ad Spot

শুক্রবার, ২৪ জুন, ২০২২

মিছিল করে জেলাশাসকের কাছে গ্রামের সাধারণ মানুষেরা

 

The-people-of-the-village-to-the-DM

শম্পা গুপ্ত : হাসপাতালে পরিকাঠামো উন্নয়ন ও বেড চালুর দাবীকে সামনে রেখে ‌বিশাল মিছিল করলেন স্থানীয়রা। শুক্রবার পুরুলিয়ার আড়ষা হাসপাতালের পরিকাঠামো উন্নয়নের দাবি নিয়ে এদিন পুরুষ-মহিলারা পুরুলিয়া শহরের জুবিলি ময়দান থেকে একটি বড় আকারের মিছিল বের করেন।

তাঁদের অভিযোগ, আড়ষা হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক, নার্স এবং স্বাস্থকর্মী নেই। ফলে সমস্যায় পড়তে হচ্ছে এলাকার হাজার হাজার মানুষকে। চিকিৎসা পরিষেবা পেতে বাধ্য হয়ে তাঁদেরকে পুরুলিয়া শহরে আসতে হয়। আর তাই তাঁদের দাবি, আড়ষা হাসপাতালে বেড বাড়ানোর পাশাপাশি সমস্ত রকমের পরিকাঠামোর উন্নয়ন করতে হবে। 

নিজেদের দাবির সমর্থনে এদিন শহরের রাস্তায় পায়ে হেটে মিছিল করে তাঁরা জেলাশাসকের দপ্তরে হাজির হন। আন্দোলনকারীদের অভিযোগ, হাসপাতালের বিষ‌য়ে এলাকার স্বাস্থ্য আধিকারিককে অনেকবার জানিয়েও কোনও সুরাহা হয় নি। ফলে বাধ্য হয়ে এদিন তাঁরা জেলাশাসকের দ্বারস্থ হয়েছেন। এরপরেও সুরাহা না হলে তাঁরা বৃহত্তর আন্দোলনে নামবেন।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন