সৌদীপ ভট্টাচার্য : তৃণমূল কার্যালয়ে দুষ্কৃতী হামলা, ভাঙচুরের ঘটনায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হল উত্তর ২৪ পরগনার বেলঘড়িয়া থানার দক্ষিণেশ্বর মুচিপাড়া এলাকায়। এই হামলার ঘটনায় তৃনমুল কর্মীদের মধ্যে আতঙ্ক তৈরী হয়েছে। ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করতে পারে নি পুলিশ।
দলীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১ টা নাগাদ এই হামলার ঘটনা ঘটে। হামলা ফলে ঘরের ভেতরে থাকা চেয়ার, টেবিল সব নষ্ট হয়ে গেছে। দলের ফ্লেক্স ছিঁড়ে দেওয়া হয়েছে। এই নিয়ে মোট ৪ বার একই ধরনের হামলার ঘটনা ঘটলো। রাতের অন্ধকারে কে বা কারা, কী কারণে এমন ঘটনা ঘটাচ্ছে, তা বোঝা যাচ্ছে না।
বিষয়টি ইতিমধ্যেই স্থানীয় বিধায়ককে জানানো হয়েছে। তিনি এব্যাপারে প্রশাসনের সঙ্গে কথা বলবেন বলে জানান স্থানীয় তৃণমূল নেতারা। তৃণমূল কংগ্রেসের কামারহাটি টাউন কমিটির সভাপতি নবীন ঘোষাল এব্যাপারে জানান, রাজ্যের ক্ষমতায় তৃণমূল রয়েছে। আর সেই দলের কার্যালয়ে হামলা চালানো হচ্ছে। এমন সাহস কারা দেখাচ্ছে, পুলিশকে তা খুঁজে বের করতে হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন