সৌদীপ ভট্টাচার্য : বাসের সঙ্গে এক বাইকের ধাক্কা লাগার ঘটনায় মৃত্যু হল এক বাইক আরোহীর। কমলপুর–বারাসতগামী বাসে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম শঙ্কর বিশ্বাস (৪৫)। বাড়ি বারাসত পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের শাখারীপট্টিতে।
জানা গেছে, শনিবার সন্ধেয় বাইকে করে বিশেষ কাজে যাচ্ছিলেন শঙ্করবাবু। মোহনপুর পঞ্চায়েত এলাকায় রাস্তা পার হওয়ার সময় কমলপুর-বারাসত রুটের একটি বাসের সঙ্গে তাঁর বাইকের সংঘর্ষ হয়। আর তাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
এই ঘটনায় এলাকার মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তাদের বক্তব্য, এই রাস্তা দিয়ে অনেক ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষ যাতায়াত করেন। রাস্তাটি বাস চলাচলের জন্য নয়। তবে বর্তমানে বারাসত রোডে কাজ চলায় কিছুদিনের জন্য এই রাস্তা ব্যবহার করা হচ্ছে। আর তারই মধ্যে এমন ঘটনা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন